স্বাস্থ্য সাথী কার্ডের অনলাইনে আবেদন পদ্ধতি | How to Apply Online Swasthya Sathi Card?

Apply Online Swasthya Sathi Card
Swasthya Sathi Card Online Application

আপনি কি স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অনলাইনে আবেদন (Swasthya Sathi Card Online Application) করতে চান বা আপনার পরিবারের অ্যাড করতে চান? তাহলে সুখবর, চালু হয়ে গেল স্বাস্থ্য সাথী কার্ড এর অনলাইন অ্যাপ্লিকেশন। 

আজ আমরা স্বাস্থ্য সাথী কার্ড এর সম্পূর্ণ অনলাইনে আবেদন পদ্ধতি স্টেপ বাই স্টেপ (Swasthya Sathi Card Online Application Process) আপনাদের দেখাবো। যাতে করে আপনি খুব সহজেই আপনার ফোন থেকে স্বাস্থ্য সাথী কার্ড এর জন্য অনলাইনে আবেদন করতে পারবে।


পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ২০১৬ সালের 'কেন্দ্র সরকারের রাষ্ট্রীয় বীমা যোজনা' প্রকল্পের অনুরূপ 'স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi Scheme)' চালু করেন। বর্তমানে পশ্চিমবঙ্গের ২.৩ কোটি পরিবার এবং ৩১ লাখ উপকৃত ব্যক্তি স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতাভুক্ত। 

স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা কি কি ? (Benefits of the Swasthya Sathi Scheme)

স্বাস্থ্য সাথী প্রকল্পের (Swasthya Sathi Scheme) কার্ডধারী ব্যক্তি বছরে পরিবার পিছু ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেয়ে থাকেন। সুবিধাভোগীকে কোন রকম অর্থ দিতে হবে না সমস্ত খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করেন।
  • বছরের পরিবার পিছু পাচ লক্ষ টাকা অব্দি চিকিৎসার সুবিধা।
  • রাজ্য এবং ভিন রাজ্য মিলিয়ে ১৫০০টি নির্বাচিত হাসপাতালে মিলবে, স্বাস্থ্য সাথীর সুবিধা।
  • সকল জটিল রোগের চিকিৎসা এখন বিনামূল্যে এবং ক্যাশলেস। 

স্বাস্থ্য সাথী কার্ডের অনলাইনে এপ্লিকেশনের প্রয়োজনীয় ডকুমেন্টস (Important Documents of the Swasthya Sathi Card Online Application)

যিনি আবেদন করবেন তার আধার কার্ড নম্বর, রেশন কার্ডের খাদ্য সাথীর নাম্বার এবং ফ্যামিলি মেম্বারদের আধার কার্ড, রেশন কার্ড নম্বরটি নিয়ে রাখতে হবে অনলাইনে আবেদনের আগে । 

স্বাস্থ্য সাথী কার্ড এর অনলাইন আবেদন (Swasthya Sathi Card Online Application Process)

স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আর লাইনে দাঁড়িয়ে অফলাইনে আবেদন করতে হবে না। অনলাইনে স্বাস্থ্য সাথী কার্ড (Apply Online Swasthya Sathi Card) এর আবেদন পদ্ধতি শুরু হয়ে গেছে। আজ আমরা স্বাস্থ্যসাথী কার্ডের অনলাইন আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব।
১) প্রথমে গুগলক্রমে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) লিখে সার্চ করলে অফিশিয়াল ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করতে হবে। 
২) স্বাস্থ্য সাথী ওয়েবসাইটটি খুললে প্রথমে বাঁদিকের উপরে তিনটে ডট টাই ট্যাপ করে অনলাইন এপ্লাই এর মধ্যে অনলাইন এপ্লিকেশন ফর স্বাস্থ্য সাথী কার্ড (ONLINE APPLICATION FOR SWASTHYA SATHI) এটাই ক্লিক করতে হবে। 
৩) নতুন উইন্ডো খুলবে সেখানে আপনার ফোন নাম্বার দিয়ে গেট ওটিপিতে ক্লিক করে, এরপর ফোন নাম্বারে আসা ওটিপি দিয়ে সাবমিট করতে হবে। 
৪) এরপর স্বাস্থ্য সাথী কার্ডের ফর্ম বি (Swasthya Sathi Card Application Form-B) ওপেন হয়ে যাবে। 
৫) তারপরেই ফরমের মধ্যে আপনার নাম,ঠিকানা আপনার ফ্যামিলিতে কতজন আছে তার মেম্বার লিস্ট এড করতে হবে। 
৬) তারপর সমস্ত ফর্ম ফিলাপ করার পর Submit বাটানে  ক্লিক করতে হবে এবং আপনাকে একটি রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে। পিডিএফ ফাইলটি ডাউনলোড করে রাখতে হবে। 
৭) তারপর ভেরিফিকেশনের জন্য আপনাকে নিকটবর্তী বিডিও অফিস কিনবো পঞ্চায়েতে যোগাযোগের জন্য এসএমএস আসবে। 
এইভাবে আপনি ফোন থেকে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য অনলাইনে এপ্লিকেশন করতে পারবেন এবং আপনার ফ্যামিলি মেম্বারদের এড করতে পারবেন। 



Post a Comment

Previous Post Next Post

Contact Form