আবেদন চলছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী স্কলারশিপ 2022 | West Bengal Government Sikshashree Scholarship 2022 -23

WB Sikshashree Scholarship 2022
WB Sikshashree Scholarship
 
পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী স্কলারশিপ 2022 -এর আবেদন শুরু হয়েছে। আসুন আমরা বিস্তারিত ভাবে জেনে নিই শিক্ষাশ্রী প্রকল্পটি সম্পর্কে — 

পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষাশ্রী প্রকল্প কি? (What is West Bengal Sikshashree Project?)

শিক্ষাশ্রী প্রকল্প (Sikshashree Project) হল আদিবাসী উন্নয়ন দপ্তর এবং অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তর কর্তৃক তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ছাত্র-ছাত্রীদের জন্য প্রদত্ত বার্ষিক বৃত্তি প্রকল্প। 

শিক্ষাশ্রী স্কলারশিপের সুবিধা কারা পেতে পারে ? ( West Bengal Sikshashree Scholarship Eligibility Criteria)

  1. পশ্চিমবঙ্গের যেকোন সরকারি/ সরকার পোষিত বা স্বীকৃতিপ্রাপ্ত বিদ্যালয়ের তপশিলি জাতি বা তপশিলি উপজাতির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত/ পাঠরতা ছাত্র/ছাত্রী।
  2. আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। 
  3. আবেদনকারীর পরিবারিক বার্ষিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার মধ্যে হতে হবে।
  4. শ্রেণীতে উপস্থিতির হার সন্তোষজনক হতে হবে। 
  5. আবেদনকারীকে বিগত বার্ষিক পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
  6. ব্যাঙ্কে আবেদনকারীর নিজের একটি সেভিংস একাউন্ট থাকা আব্যশক। 
  7. একই শ্রেণীর জন্য অন্য কোনো সরকারি স্কলারশিপের প্রাপক হওয়া যাবে না।
  8. ছাত্রাবাসে বসবাসকারী পড়ুয়ারা এই বৃত্তির জন্য বিবেচিত হবে না। 

শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কি কি নথি লাগবে? (Required documents for the WB Sikshashree Scholarship)

  1. আবেদনকারীর বা আবেদনকারীর পরিবারের জাতিগত শংসাপত্র (Caste Certificate)-এর জেরক্স ।
    আরও দেখুন  : পশ্চিমবঙ্গে অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক | Online SC/ST/OBC Certificate Status Check in West Bengal
  2. গ্রাম পঞ্চায়েত প্রধান বা B.D.O.-র দেওয়া বার্ষিক আয় (Income Certificate)-এর প্রমাণপত্র । 
  3. আবেদনকারীর নিজের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের পাশবই (Bank Passbook)-এর জেরক্স।
  4.  আবেদনকারীর আধার কার্ড (Aadhar Card)-এর জেরক্স। 
  5. আবেদনকারীর একটি সঠিক ফোন নম্বর(Phone number)। 

শিক্ষাশ্রী প্রকল্পের বার্ষিক বৃত্তির পরিমাণ কত?(What is the amount of annual scholarship of Sikshasri Project?)

পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বাৎসরিক ৮০০ টাকা স্কলারশিপ দেওয়া হয় এই Sikshashree প্রকল্পের মাধ্যমে। 

শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য কোথায় যোগাযোগ করতে হবে ? (Where to contact for Sikshashree Scholarship?)

scholarship of Sikshasri Project
Pic Source: Google

আবেদনকারীকে উপরোক্ত নথিগুলি নিয়ে  নিজের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে।

শিক্ষাশ্রী প্রকল্প সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions about West Bengal Government Sikshashree Scholarship)

1) শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার Caste Certificate থাকা কি আবশ্যক?

-> না, পড়ুয়ার Caste Certificate আবশ্যক নয়। 

2) শিক্ষাশ্রী স্কলারশিপের অর্থ বছরে কত বার পাওয়া যায়?

-> এই বৃত্তি বছরে একবারই পাওয়া যায়। 

3) শিক্ষাশ্রী স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয়?

-> শিক্ষাশ্রী স্কলারশিপের টাকা সরাসরি আবেদনকারীর Bank Account -এ পাঠানো হয়।

আরও দেখুন :  WB School: সময় মেনে যেতে হবে স্কুল! রাজ্যের শিক্ষকদের একগুচ্ছ নতুন নির্দেশিকা

Post a Comment

Previous Post Next Post

Contact Form