আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা চেক করতে চাইছেন? ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক এর স্ট্যাটাস কি সেটা জানতে চাইছেন?
আজ আমরা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা কিভাবে চেক করতে হয় তার নিচে step-by-step (Voter-Aadhaar Card Link Status Check Online) সমস্ত কিছু ছবি সহ আলোচনা করলাম। যাতে করে আপনারা খুব সহজেই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা চেক করতে পারবেন।
ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করব কেন ? (Why link Aadhaar Card With Voter Card?)
নির্বাচন কমিশন জানিয়েছে যে, আধার কার্ডের সঙ্গে ভোটার আইডি লিংক করা থাকলে কোন ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে তা শনাক্তকরণে সহায়তা করবে ।
ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক করব কিভাবে? (How to Link Aadhaar Card With Voter Card?)
খুব সহজ পদ্ধতিতে ভোটারদের আধার নম্বর Form 6B তে দেওয়া হবে। অনলাইনে www.nvsp.in এ Form 6B পাওয়া যাবে । সেলফ অথেনটিকেশন পরে ভোটাররা ভোটার ভোটার পোর্টাল অথবা অ্যাপস এ অনলাইনে ফর্মটি ফিলাপ করতে পারবেন। নিচের লিংকে ক্লিক করে খুব সহজেই দেখে নিন:
ভোটার কার্ডের সঙ্গে আধারের লিঙ্ক পদ্ধতি দেখুন
আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক হয়েছে কিনা চেক করুন (Voter Card Aadhaar Card Link Status Check Online):
আপনি যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিংক করে থাকেন তাহলে লিংক হয়েছে কিনা চেক করুন নিচের কয়েকটি ধাপ ফলো করে:
১) আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে।
২) তারপর গুগলে এসে সার্চ করতে হবে www.nvsp.in লিখে।
৩) এরপর আপনার সামনে ন্যাশনাল ভোটার সার্ভিস পোর্টাল টি ওপেন হবে।
৪) ওয়েবসাইটটি ওপেন হলে নিচের দিকে ট্র্যাক এপ্লিকেশন স্ট্যাটাস (Track Application Status) এই লিংকটি ওপেন করতে হবে ।
৫) এরপর নতুন পেজে আপনাকে প্রথম আপনার স্টেট (State) টি সিলেক্ট করতে হবে , তারপর লিংক করার সময় যে রেফারেন্স আইডিটা (Reference ID) ছিল সেটি লিখে ট্রাক স্ট্যাটাসে ক্লিক করতে হবে।
৬) এরপর নিচে চলে আসবে সমস্ত কিছু । যদি ভোটার কার্ডের সাথে আধার কার্ডের স্ট্যাটাস একসেপ্টেড (Accepted) চলে আসে তাহলে বুঝবেন লিঙ্ক কমপ্লিট হয়েছে। না হলে বুঝবেন পেন্ডিং (Pending) আছে।