পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট স্ট্যাটাস চেক | Birth Certificate Status Check West Bengal

how to WB Birth Certificate Status Check

পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র স্ট্যাটাস চেক করার পদ্ধতি | পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র স্ট্যাটাস চেক করার কি লাগবে | How to Check the Status of Birth Certificate in West Bengal | Required Documents to Check Birth Certificate Status in West Bengal

আপনার সন্তান বা বাড়ির সদ্যোজাতের জন্ম শংসাপত্র বা বার্থ সার্টিফিকেট (Birth Certificate) -এর জন্য হাসপাতালে আবেদনপত্র জমা দিয়েছেন অথবা অনলাইনে বার্থ সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করেছেন। অনলাইন বা অফলাইন উভয় আবেদনের স্থিতি (West Bengal Birth Certificate Status) এখন যাতে আপনি ঘরে বসেই জানতে পারেন তার ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র স্ট্যাটাস চেক করার কি লাগবে? (Required Documents to check birth certificate status in West Bengal) : 

জন্মের শংসাপত্র স্ট্যাটাস চেক করার জন্য হাতের কাছে আপনাকে যে ডকুমেন্টস এ রাখতে হবে তা হলো একনলেজমেন্ট নম্বর। অনলাইনে আপনার সন্তানের জন্মের শংসাপত্রের আবেদন সফলভাবে সম্পূর্ণ হলে জেনারেট হয় এই একনলেজমেন্ট নম্বর। আবেদনপত্র যদি হসপিটালে জমা দিয়ে থাকেন তাহলে সেখান থেকেও একটি একনলেজমেন্ট নম্বর তারা লিখে দেয়। 

আরও দেখুন ঃ কৃষক বন্ধু টাকা ঢুকতে শুরু করেছে দেখুন । Krishak Bandhu Installment Status Check 2022

পশ্চিমবঙ্গে জন্মের শংসাপত্র স্ট্যাটাস চেক করার পদ্ধতিঃ (How to check the status of birth certificate in West Bengal) : 

সদ্যোজাতের জন্মের শংসাপত্রের স্থিতি বা How to Birth Certificate Status Check WB করতে নিন্মের কয়েকটি সহজ ধাপ অনুসরন করতে হবে - 

১) প্রথমে আপনাকে পশ্চিমবঙ্গ সরকারের Department of Health and Welfare -এর 'জন্ম-মৃত্যু তথ্য' / Janma- Mirtyu Tathya -র অফিশিয়াল ওয়েবসাইট ( https://janma-mrityutathya.wb.gov.in ) খুলতে হবে। 

২) এরপর ওয়েবসাইটটির উপরে মেনু থেকে “Citizen Services” অপশনটিতে ক্লিক করতে হবে।

step to check the status of birth certificate in West Bengal Citizen Services

৩) এরপর তার নিচে আরও কিছু অপশন দেখা যাবে। সেখানের “Birth” অপশনে ক্লিক করুন।

Birth Certificate Status Check WB next birth option

৪) তারপরে ক্লিক করুন “Track Application” অপশনে। 

Birth Certificate Status Check WB next to Track Application


৫) এবার Enter Acknowledgement No লেখা একটি ছোট পেজ খুলে যাবে। পেজের ঐ ফাঁকা বক্সে আপনার একনলেজমেন্ট নম্বরটি সঠিকভাবে লিখুন। 

then Enter Acknowledgement No


৬) এরপর “Submit” অপশনে ক্লিক করুন। 

then submit Acknowledgement No

এবার আপনার আবেদনের Current Status  স্ক্রিনে চলে আসবে।

এখানে “Application Submitted” অথবা “Digital Signature Attached” এমন লেখা দেখতে পাবেন। 

আরও দেখুন ঃ বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা লিস্ট চেক করুন - West Bengal Old Age Pension list Check 2022

Show Application Submitted or Digital Signature Attached


যদি আপনি দেখেন আপনার Application StatusApplication Submitted” দেখায় তবে আপনাকে অপেক্ষা করতে হবে। আর যদি "Digital Signature Attached" দেখায় তাহলে তার মানে আপনার সদ্যোজাতের বার্থ সার্টিফিকেট প্রস্তুত হয়ে গেছে, আপনি Birth Certificate Download করতে পারবেন।

FAQ of  Birth Certificate Status Check West Bengal

পশ্চিমবঙ্গে জন্ম শংসাপত্র কীভাবে ডাউনলোড করবেন? 
আপনি পশ্চিমবঙ্গে সরকারের janma-mrityutathya.wb.gov.in  পোর্টাল থেকে বার্থ সার্টিফিকেট প্রস্তুত হয়ে  গেলে জন্ম শংসাপত্র ডাউনলোড করতে পারেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form