কোন রেশন কার্ড থেকে কতটা বিনামূল্যে চাল-গম পাবেন? জানুন ২০২২-এর নতুন পরিমাণ সূচি - Ration Card Category Wise Entitlement West Bengal

Ration Card Category Wise Entitlement West Bengal

রেশন নিতে গিয়ে ঠকছেন না তো? আপনার রেশন কার্ড থেকে কতটা বিনামূল্যে চাল-গম পাবেন এখনই দেখে নিন 

পশ্চিমবঙ্গ খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্যের রেশন উপভোক্তাদের প্রাপ্য রেশন সঠিক সময়ে ও সঠিক পরিমাণে দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে দুয়ারে রেশন প্রকল্পের সূচনা করেছে। তবুও রেশনের খাদ্য সামগ্রী বন্টন নিয়ে প্রায়শই অনিয়মের অভিযোগ ওঠে। তাই কোন কার্ডের ভিত্তিতে কতটা খাদ্যসামগ্রী পাবেন উপভোক্তারা, সে জন্য খাদ্য দফতর থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

পশ্চিমবঙ্গ রাজ্যের রেশন উপভোক্তারা খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত ৫ রকম রেশন কার্ডের সুবিধা পেয়ে থাকে। যথা- 

1. Antodaya Anna Yojana (AAY) Ration Card/ অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড
2. Special Priority Household (SPHH) Ration Card/ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড
3. Priority Household (PHH) Ration Card/ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড
4. RKSY 1 Ration Card
5. RKSY 2 Ration Card 

রেশন কার্ডের বিভাগ অনুযায়ী প্রাপ্য খাদ্য সামগ্রী তালিকা/ Ration Card Category Wise Entitlement : 

1. AAY Ration Card: 

Antodaya Anna Yojana (AAY) Ration Card/ অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ডে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম অথবা ১৩ কেজি ৩০০ গ্রাম পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে বরাদ্দ রয়েছে। এছাড়াও ১৩.৫০ টাকা কেজি দরে প্রতি পরিবার ১ কেজি করে চিনি পাবেন। 

AAY Ration Card West Bengal

আরও দেখুন ঃ কৃষক বন্ধু টাকা ঢুকতে শুরু করেছে দেখুন । Krishak Bandhu Installment Status Check 2022

2. SPHH Ration Card: 

Special Priority Household (SPHH) Ration Card/ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পাবেন।

Special Priority Household (SPHH) Ration Card West Bengal

3. PHH Ration Card: 

Priority Household (PHH) Ration Card/ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি গম অথবা ১ কেজি ৯০০ গ্রাম করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পাবেন। 

Priority Household (PHH) Ration Card West Bengal

4. RKSY 1 Ration Card: 

RKSY 1 রেশন কার্ডে মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি গম অথবা ১ কেজি ৮৫০ করে পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পাবেন। গম অপর্যাপ্ত থাকলে সমপরিমাণ চাল পাবেন। অর্থাৎ মাথাপিছু মোট ৫ কেজি খাদ্যশস্য পাবেন। 

RKSY 1 Ration Card West Bengal

আরও দেখুন ঃ বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা লিস্ট চেক করুন - West Bengal Old Age Pension list Check 2022

5. RKSY 2 Ration Card: 

RKSY 2 রেশন কার্ডে মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি গম বিনামূল্যে পাবেন। গম অপর্যাপ্ত থাকলে সমপরিমাণ চাল পাবেন। অর্থাৎ মাথাপিছু মোট ২ কেজি খাদ্যশস্য পাবেন। 

RKSY 2 Ration Card West Bengal

AAY, SPHH, PHH Ration Card -এর উপভোক্তারা Pradhan Mantri Garib Kalyan Anna Yojana ( PMGKAY) -র আওয়ায় October 2022 পর্যন্ত তাদের বরাদ্দ নির্দিষ্ট খাদ্য সামগ্রীর সঙ্গে অতিরিক্ত হিসাবে মাথা পিছু ৩ কেজি ৭৫০ গ্রাম চাল ও ১ কেজি ২৫০ গ্রাম গম বিনামূল্যে পাবেন।

পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের জঙ্গলমহল, পাহাড়, চা বাগান, আয়লায় ক্ষতিগ্রস্ত এলাকা, সিঙ্গুর প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকার উপভোক্তাদের জন্য বিশেষ প্যাকেজের অন্তর্গত অতিরিক্ত বা ভিন্ন পরিমাণ খাদ্য সামগ্রীর ব্যবস্থা করছে। 


Ration Card Category Wise Entitlement FAQ:

1. বিভিন্ন উৎসব উপলক্ষে রেশনে খাদ্য সামগ্রীর বিশেষ প্যাকেজ এর ব্যবস্থা থাকে কি? 

উঃ হ্যাঁ। দুর্গাপুজো, রমজান -এর মত বিশেষ উৎসবে অতিরিক্ত বিশেষ প্যাকেজ এর ব্যবস্থা থাকে।

2. খাদ্য সামগ্রী পাশাপাশি রেশনে কেরোসিন তেল পাওয়া যায় কি?

উঃ হ্যাঁ, পাওয়া যায়।

3. পশ্চিমবঙ্গের বাসিন্দা পশ্চিমবঙ্গের বাইরেও রেশন পেতে পারেন?

উঃ হ্যাঁ, পারেন। AAY, SPHH/ PHH রেশন কার্ড থাকে এবং রেশন কার্ডের সঙ্গে যদি আধার কার্ড লিঙ্ক করানো থাকে তাহলে পশ্চিমবঙ্গের বাইরে থেকেও নিজের রেশন কার্ডের রেশন তুলতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post

Contact Form