কৃষক বন্ধু হল পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদানকারি প্রকল্প । এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখাবো কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা 2024 একাউন্টে ঢুকেছে কিনা সেটা কিভাবে চেক করবেন তার সম্পূর্ণ পদ্ধতি।

কৃষক বন্ধু প্রকল্প স্ট্যাটাস চেক 2024 কি?
যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্প অথবা বিডিও অফিস থেকে সেই সমস্ত কৃষকরা সেই আবেদনের ভিত্তিতে অনলাইনে থেকে তাদের স্ট্যাটাস জানতে পারবেন। এটাই হলো কৃষক বন্ধু টেটাস চেক।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি?
কৃষক বন্ধু প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের সমস্ত কৃষকেরা চাষ করার জন্য প্রয়োজনীয় আর্থিক সুবিধা পায় এবং ঠিক আছে কোনরকম ব্যাঘাত না ঘটে, সেই জন্য পশ্চিমবঙ্গের সরকার এই প্রকল্পটি সূচনা করেন।
এর ফলে কৃষকের যদি এক এক করবে তার বেশি জমি থাকে তাহলে বছরে দশ হাজার টাকা আর্থিক সহায়তা দুবার কিস্তিতে পাবেন এবং একে করে কম জমি থাকলে বছরে চার হাজার টাকা দুবার কিস্তিতে আর্থিক সহায়তা পাবেন।
এছাড়াও কৃষকের যদি ৬০ বছরের মধ্যে মৃত্যু হয় তাহলে তার পরিবারের আর্থিক সহায়তার জন্য এককালীন ২ লক্ষ টাকা পেয়ে থাকেন।
কৃষক বন্ধু প্রকল্প 2024
কৃষক বন্ধু প্রকল্পের সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নিচে ছকের মাধ্যমে দেয়া হল:
কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকেছে কিনা চেক করার পদ্ধতি 2024:
আপনি যদি কৃষক বন্ধুর জন্য আবেদন করেছেন তাহলে আপনি নিজে থেকেই আপনার কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক এবং একাউন্টে টাকা ঢুকেছে কিনা দেখতে পারবেন।
১. প্রথমে আপনাকে কৃষক বন্ধুর অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
২. তারপর আপনাকে নিচের দিকে "নথিভুক্ত কৃষকের তথ্য" এই অপশনটিতে ক্লিক করতে হবে।
৩. এরপর পরবর্তী পেইজটিতে সিলেক্ট অপশন "ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক একাউন্ট, কেবিআইডি, এবং মোবাইল নাম্বার" থেকে আপনাকে প্রয়োজনীয় একটি অপশন সিলেক্ট করতে হবে।
৪. তারপর আপনি যে অপশনটি সিলেক্ট করবেন তার নাম্বারটি বসিয়ে I am Not Robot ক্লিক করে সার্চ করতে হবে।
তাহলে আপনার সামনে আপনার কৃষক বন্ধু সমস্ত তথ্য চলে আসবে।
৫. এরপর Status -এর জায়গায় যদি Approved থাকে এবং Transaction -এর জায়গায় যদি Transaction success থাকে তাহলে জানবেন আপনার একাউন্টে কৃষক বন্ধুর টাকা ঢুকে গেছে।

কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা নিয়ে কিছু প্রশ্ন উত্তর
প্রশ্ন: কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে চেক করব?
উত্তর: কৃষক বন্ধুর টাকা ঢুকেছে কিনা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবেন।
প্রশ্ন: কৃষক বন্ধুর টাকা কবে দেয়?
উত্তর: কৃষক বন্ধুর টাকা জুন মাসে খারিফ শস্যের জন্য এবং নভেম্বর ডিসেম্বর মাসে রবিশস্যের জন্য দেয়।
প্রশ্ন: কৃষক বন্ধু টাকা ঢুকেছে কিনা কিভাবে বুঝবো?
উত্তর: কিছু টাকা ঢুকেছে কিনা বুঝতে হলে আপনি অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করবেন এবং স্ট্যাটাস যদি ট্রানজেকশন সাকসেসফুল দেখায় তাহলে জানবেন অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে।