প্রাইমারি টেটের ফর্ম ফিলাপে ভুল! TET form সংশোধন করে নিন এখনি

West Bengal TET 2022 form সংশোধন 
WB TET EXAM FORM EDIT

পশ্চিমবঙ্গ টেট পরীক্ষা 2022 (WB Primary TET Exam 2022) এর ফর্ম ফিলাপ পর্ব শেষ।  লক্ষাধিক ছেলেমেয়ে পরীক্ষায় বসার জন্য অনলাইনে ফর্ম ফিলাপ করে ফেলেছে। কিন্তু দেখা যাচ্ছে অনেকেই তাড়াহুড়ো করতে গিয়ে বা অজান্তেই বিভিন্ন ভুল করে ফেলেছে ফর্ম ফিলাপের সময়। সেই ভুলগুলি সংশোধনের সুযোগ করে দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।


আজ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। ‌ উক্ত বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে যে, যদি WB Primary TET Exam 2022 -এর কোন পরীক্ষার্থী তাঁর ফরম ফিলাপে ভুল করে থাকে তবে তা সংশোধন করতে পারবে অনলাইনেই। এজন্য তাকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে যেতে হবে। পোর্টালের "Edit Option" ০৫/১১/২০২২ থেকে ০৬/১১/২০২২ পর্যন্ত খোলা থাকবে। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form