রাজ্যের বেশিরভাগ দপ্তর এবং জেলা প্রশাসনের অফিসগুলিতে কর্মচারীদের হাজিরার জন্য এখনো এটেন্ডন্স রেজিস্টার খাতা ব্যবহার করা হয়। তবে এবার তা বদলাতে চলেছে।
সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয়া এক দপ্তরে গিয়ে দেখেন অনেক কর্মচারী গড় হাজির। এরপরই নবান্ন সূত্রে নির্দেশ জারি করা হয়েছে যে, সরকারি দপ্তর এবং জেলা প্রশাসনের অফিসে কর্মচারীদের এবার হাজিরা দিতে হবে বায়োমেট্রিকে এবং এটি বাধ্যতামূলক। এর পাশাপাশি সকাল দশটার মধ্যে অফিসে ঢুকতে এবং বিকেল পাঁচটার আগে না বেরোনোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গক্রমে উল্লেখ্য, এর আগেও অনেক দপ্তরে এই বায়োমেট্রিক হাজিরা চালু করা হয়েছিল তবে ঠিক মত ইন্টারনেট পরিষেবা চালু না থাকা এবং অধিকাংশ সময় সার্ভার ডাউন থাকার জন্য শেষ পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা কার্যকর রাখা যায়নি বলে জানিয়েছেন এক আধিকারিক। এবার নবান্নের এই নির্দেশ কতটা কার্যকর হয় তাই এখন দেখার।
সাধারণ মানুষ এই নির্দেশিকায় খুশি। তারা মনে করছে হয়তো এবার সমস্ত দপ্তরের ঠিকঠাক পরিসেবা পাওয়া যাবে। অনেক সরকারি বাবুদের ইচ্ছামতো সময়ে অফিস যাওয়ার দিন হয়তো শেষ হতে চলেছে।