কীভাবে SBI WhatsApp Banking পরিষেবার ব্যবহার করবেন - SBI WhatsApp Banking Services

SBI WhatsApp Banking Services

SBI WhatsApp Banking Services | কীভাবে SBI WhatsApp Banking পরিষেবার সুবিধা নেবেন | WhatsApp-এ ব্যালেন্স জানাবে SBI |  How to Register SBI WhatsApp Banking | Get Mini Statement SBI WhatsApp Banking

ব্যাঙ্কিং পরিষেবাকে আরও সহজ করে তুলতে বড়সড় পদক্ষেপ নিল দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক SBI তথা State Bank of India । SBI চালু করল WhatsApp Banking পরিষেবা।
SBI বা State Bank of India -র সকল গ্রাহক WhatsApp -এ পেয়ে যাবেন Mini Statement, WhatsApp -এই করতে পারবেন Balance Enquiry -ও। Mini Statement বা Balance জানার জন্য আর ATM-এ ছুটতে হবে না। ব্যাঙ্ক জানিয়েছে, "SBI is now on WhatsApp. এখন যে কোনও সময়ে Balance ও Mini Statement Check করুন।"
আরও দেখুন ঃ Ration Card Category Wise Entitlement West Bengal

কীভাবে SBI WhatsApp Banking পরিষেবার সুবিধা নেবেন?

প্রথম ধাপ, How to Register SBI WhatsApp Banking

1. SBI WhatsApp Banking -এর সুবিধা পেতে প্রথমে একবার SBI WhatsApp Banking -এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে। 

2. SBI WhatsApp Banking -এ রেজিস্টার করতে হলে 'WAREG A/c No.' লিখে +917208933148 নম্বরে পাঠাতে হবে।
How to Register SBI WhatsApp Banking

** মনে রাখবেন, আপনার SBI Account-এর সাথে সংযুক্ত থাকা মোবাইল নম্বর থেকে এই SMS করতে হবে।
3. আপনার Mobile No. SBI WhatsApp Banking -এর জন্য  'Successfully Registered' হয়ে গেলে নিন্মের মতো একটি SMS পাবেন।
SBI WhatsApp Banking Successfully Registered

দ্বিতীয় ধাপ, How to Work SBI WhatsApp Banking Services

4. এরপর আপনার SBI Bank Account -এর সাথে লিঙ্ক থাকা অর্থাৎ Registered Mobile No. থেকে ‘Hi’ লিখে WhatsApp-এ পাঠাতে হবে +919022690226 নম্বরে।
আরও দেখুন ঃ কৃষক বন্ধু টাকা ঢুকতে শুরু করেছে দেখুন । Krishak Bandhu Installment Status Check 2022
5. সাথে সাথে একটি উত্তর পাবেন যাতে লেখা থাকবে - 'Welcome to SBI WhatsApp Banking Services। নীচের থেকে যে কোনও অপশন বেছে নিন। ' আপনি এবার আপনার দরকার মতো অপশন পছন্দ করেন Account Balance Check কিংবা Mini Statement পেতে পারেন। 
How to Work SBI WhatsApp Banking Services

FAQ of SBI WHATSAPP BANKING SERVICES:

1. SBI WhatsApp Banking Service কি free service?
উঃ হ্যাঁ, এই সার্ভিস একদমই নিঃশুল্ক।

2. SBI WhatsApp Banking Service এরজন্য ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকা কি জরুরী?
উঃ ব্যাংক একাউন্টের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form