লক্ষীর ভান্ডার স্ট্যাটাস চেক করার পদ্ধতি (2023) | Laxmi Bhandar Status Check 2023

15 Feb 2023 বুধবার বিধানসভায় 2023-24 অর্থবর্ষের বাজেট পেশ করেন রাজ্যের মাননীয়া অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। 1.88 কোটি মহিলাকে লক্ষ্মী ভাণ্ডারের আওতায় আনা হয়েছে। 2023-এ 12900 কোটি টাকার বাজেট লক্ষী ভান্ডার এর জন্য রাখা হয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে যারা ৫০০ টাকা করে পান তারা ৭৫০ টাকা এবং যারা ১০০০ টাকা করে পান তারা ১২৫০ টাকা করে পাবেন নতুন অর্থবর্ষ থেকে, কিন্তু এইটা এখন কার্যকর হয়নি। 
আজ আপনারা এই ব্লগের মাধ্যমে সঠিকভাবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক ২০২৩ পদ্ধতি দেখবেন এবং লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকলো কিনা সেটি দেখবে।

লক্ষী ভান্ডারের স্ট্যাটাস চেক 2023 (Laxmi Bhandar Status Check 2023)

লক্ষী ভান্ডারের টাকা ঢুকলো কিনা এবং টেটাস চেক দুই ভাবে করা যায়। প্রথমত অনলাইনে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে লক্ষী ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারবেন। আর দ্বিতীয়ত আপনারা আপনার ব্যাংকে বই আপডেট করে দেখতে পারবেন লক্ষী ভান্ডারের টাকা ঢুকলো কিনা

লক্ষী ভান্ডারের স্ট্যাটাস চেক অনলাইন পদ্ধতি (Laxmi Bhandar Status Check online 2023)

১. https://socialsecurity.wb.gov.in/login এই লিংক এ ক্লিক করুন।

২. লক্ষ্মীর ভান্ডার পেজটি খুলে যাবে। এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বার দেবেন। আপনার রেজিষ্টার ফোন নাম্বার আর ওটিপি আসবে সেটি নির্দিষ্ট জায়গায় টাইপ করে লগইন করুন(OTP কাউকে দেবেন না) আপনার স্ট্যাটাস দেখতে পারবেন।

Laxmi Bhandar Status Check online 2023

লক্ষী ভান্ডারে টাকা ঢুকলো কিনা চেক (Laxmi Bhandar Payment Check 2023)

লক্ষী ভান্ডার উপভোক্তা প্রত্যেক মাসে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে ব্যাংকের পাস বইটি আপডেট করুন তাহলে বুঝতে পারবেন টাকা ঢুকলো কিনা। 


লক্ষী ভান্ডার কি? (What is Laxmi Bhandar Scheme?)

লক্ষী ভান্ডার হল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা তৈরি একটি সামাজিক প্রকল্প। 
এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলারা প্রতিমাসে ৫০০ টাকা অথবা ১০০০ টাকা করে পেয়ে থাকেন। প্রকল্পের উদ্দেশ্য প্রত্যেক মহিলাকে আর্থিক দিক থেকে সাবলম্বী করে তোলা। বিশেষত আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলি কে আর্থিক সহযোগিতা করা।

লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকরা 60 বছর পার করার পরও যাতে তাঁদের ভাতা বন্ধ না হয়, সেই কারণে 60 বছর বয়স অতিক্রম হওয়ার পর তাঁরা বার্ধক্যভাতার আওতায় চলে আসবেন এবং 1000 টাকা পাবেন ।

প্রকল্পের নাম

লক্ষীর ভান্ডার প্রকল্প

লক্ষীর ভান্ডার প্রকল্প প্রতিষ্ঠা করেন

মমতা বন্দ্যোপাধ্যায়

লক্ষীর ভান্ডার প্রকল্প থেকে কত টাকা পাবেন

500 – 1000 টাকা.

অফিশিয়াল ওয়েবসাইট

https://socialsecurity.wb.gov.in/

Lakhi Bhandar Status Check 2023

Click Here


লক্ষী ভান্ডারে আবেদন করার নিয়ম (Laxmi Bhandar Application Rules)

১. আবেদনকারীর বয়স 25 বছরের বেশি হতে হবে।
২. আবেদন করতে পারবেন অনলাইনে দুয়ারে সরকার ক্যাম্পে।
৩. সাধারণ শ্রেণী মাসিক ₹500 টাকা পাবেন অর্থাৎ বছরে ₹6000 টাকা। (সাধারণ শ্রেণী বলতে Gen/OBC-A+B এই শ্রেণী গুলি বোঝায়।)
৪. তপশিলি জাতি/উপজাতি মাসিক ₹1000 টাকা পাবেন অর্থাৎ বছরে ₹12000 টাকা পাবেন। (তপসিলি জাতি/উপজাতি বলতে SC/ST এই শ্রেণী গুলি কে বোঝায়।)

লক্ষী ভান্ডার প্রকল্পে কারা আবেদন করতে পারবেন না? 

25 বছরের বেশি বয়স্ক মহিলা সবাই আবেদন করতে পারবেন। 60 বছরের বেশী বয়স্ক মহিলারা আবেদনের যোগ্য নন। এছাড়া যারা অন্য কোনো প্রকল্পের সুবিধা পান।যারা সরকারি চাকরি করেন।যারা ইনকাম ট্যাক্স দেন। তাদের কেউ ই আবেদন করতে পারবেন না।

লক্ষী ভান্ডার আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents List of Laxmi Bhandar Scheme)

১. 2 কপি আবেদনকারীর ফটো।
২. Income certificate(যা আপনাদের অঞ্চল অফিস পাবেন)।
৩. আঁধার কার্ডের Xerox এক কপি।
৪. স্বাস্থ্য সাথী কার্ডের Xerox এক কপি।
৫. Active মোবাইল নাম্বার।
৬. ভোটার কার্ড এর Xerox এক কপি অথবা রেশন কার্ডের এর Xerox দুটির মধ্যে একটি দিলেই হবে। 

লক্ষী ভান্ডারী স্ট্যাটাস চেকের কিছু প্রশ্ন উত্তর (FAQs of Laxmi Bhandar Status Check 2023)

১. লক্ষী ভান্ডারে স্ট্যাটাসটি কিভাবে করব?
উত্তর: লক্ষী ভান্ডারের https://socialsecurity.wb.gov.in/login অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন। 

২. লক্ষী ভান্ডার টাকা কবে ব্যাংক একাউন্টে আসে? 
উত্তর: লক্ষী ভান্ডারে টাকা ব্যাংক একাউন্টে প্রত্যেক মাসে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে চলে আসে।

Post a Comment

Previous Post Next Post

Contact Form