প্রাইমারি টেটর নম্বর বিভাজন - WB Primary TET Marks Distribution

২০২২ সালের ১১ই ডিসেম্বর মাসে প্রাইমারি টেট হয়েছিল তার ঠিক দু মাসের মাথায় ১০ই ফেব্রুয়ারি প্রাইমারি টেটের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। এই পরীক্ষায় ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়ে প্রার্থীদের উত্তীর্ণ হয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। 
এই উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী স্টেপ ইন্টারভিউ ও অ্যাপটিটিউট টেস্টের জন্য অপেক্ষা করে থাকেন। এই ইন্টারভিউর অ্যাপটিটিউট টেস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেন প্রাথমিক শিক্ষা পর্ষদ কতগুলো শূন্য পদ রয়েছে তার ওপর ভিত্তি করে। এই অ্যাপটিটিউট এবং ইন্টারভিউ টেস্টের নাম্বার প্রার্থীদের চাকরি পেতে চূড়ান্তভাবে সাহায্য করে। আজ আমরা ইন্টারভিউ এবং অ্যাপটিটিউট টেস্টের যে নম্বর বিভাজন কিভাবে হয়ে থাকে এই নিয়ে সবিস্তারে আলোচনা করব, যাতে প্রার্থীদের বুঝতে সুবিধা হয় প্রাইমারি টেট এর নম্বর বিভাজন কেমন হয়ে থাকে।

প্রাইমারি টেটে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউট টেস্টের নম্বর বিভাজন (Primary TET Interview Marks Distribution)

প্রাইমারি টেট এর ইন্টারভিউ এবং অ্যাপটিটিউট টেস্ট মোট ৫০ নম্বরে হয়ে থাকে। নিচের ছকের সাহায্যে নম্বর বিভাজন দেওয়া হল: 

প্রাইমারি টেটর নম্বর বিভাজন (Primary TET Marks Distribution)

নম্বর (Marks)

মাধ্যামিক

০৫

উচ্চ মাধ্যামিক

১০

প্রশিক্ষণ

১৫

টেট

০৫

এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি

০৫

ইন্টারভিউ

০৫

১. অ্যাপটিটিউড টেস্ট

২. প্যারা টিচারের অভিজ্ঞতা

০৫

মোট 

৫০


উপরের ছকের যে নম্বর বিয়োজনটি রয়েছে তার বিস্তারিত আলোচনা:

উপরের ছকে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিকের জন্য ৫। এর মানে হলো মাধ্যমিকে আপনি যদি ১০০% নম্বর পান তাহলে প্রাইমারি টেটে আপনার ৫ নম্বর যোগ হবে। অর্থাৎ কেউ যদি মাধ্যমিকে ৮০% নম্বর পেয়ে থাকেন তাহলে সে ৪ নম্বর পাবে। 
মাধ্যমিকের নাম্বার ক্যালকুলেশন (৫×৮০)÷১০০=৪ (৫ এর মধ্যে)

অন্যদিকে উচ্চমাধ্যমিকেও এইভাবে নাম্বার নির্বাচন হয়ে থাকে, উচ্চমাধ্যমিকে ১০ নাম্বার যোগ হয়। কেউ ১০০% পেয়ে থাকলে উচ্চমাধ্যমিকে তার ১০ নাম্বার যোগ হবে।। অর্থাৎ উচ্চমাধ্যমিকে কেউ যদি ৮০% নম্বর পেয়ে থাকেন তাহলে সে ৮ নম্বর পাবে। 
উচ্চমাধ্যমিকে নাম্বার ক্যালকুলেশন (১০×৮০)÷১০০=৮ (১০ এর মধ্যে)

প্রাইমারি টেটের প্রশিক্ষণ থেকে ১৫ নম্বর যোগ যোগ হয়। এই নম্বরটি একইভাবে শতকরা হিসাবে বিবেচনা করে দেয়া হয়। তাছাড়াও প্রাইমারি টেটের যে এক্সাম দিয়ে পাস করেছেন সেখান থেকে ৫ নম্বর যোগ হবে। 

এছাড়াও প্রাইমারি টেটের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নতুন বিষয় যুক্ত হয়েছে। সেটা হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। এখান থেকে ৫ নম্বর যোগ হবে।  
এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির নম্বর বিভাজন নিচে ছকের আকারে দেওয়া হল:

এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি (Extra Curriculum Activity)

নম্বর (Marks)

খেলাধুলা 

০১

NCC

০১

শিল্প ও সাহিত্য

০১

ড্রামা বা নাটক 

০১

সঙ্গীত

০১

মোট 

০৫


অ্যাপটিটিউড টেস্ট এর ক্ষেত্রে প্যারা টিচারের অভিজ্ঞতার ভিত্তিতে তোমার ৫ নম্বর যোগ হয়ে থাকে। প্যারা টিচারের অভিজ্ঞতার ভিত্তিতে নম্বর বিভাজন নিচে দেওয়া হল। 

অ্যাপটিটিউড টেস্ট এর ক্ষেত্রে প্যারা টিচারের অভিজ্ঞতা

নম্বর (Marks)

১০ বছররের বেশি আভিঙ্গতা

০৫

৮ থেকে ১০ বছররের আভিঙ্গতা

০৪

৬ থেকে ৮ বছররের আভিঙ্গতা

০৩

৪ থেকে ৬ বছররের আভিঙ্গতা

০২

৮ বছররের নিচে আভিঙ্গতা

০১


তাছাড়াও ইন্টারভিউ হয়ে থাকে এই ইন্টারভিউ মোট প্রাপ্ত নম্বর ৫। যে প্রার্থী যত ভালো ইন্টারভিউ দেয় এই ৫ নম্বর মার্কস সেই হিসাবে দেওয়া হয়।



Post a Comment

Previous Post Next Post

Contact Form