Primary TET Results 2023: ২ মাসের মাথায় প্রকাশিত প্রাইমারি টেটের ফলাফল, সর্বোচ্চ নম্বর পূর্ব বর্ধমানের ইনা সিং

বহু প্রতিক্ষার পর ১১ ডিসেম্বর প্রাইমারি টেট হয়েছিল এবং তার ঠিক দু মাসের মাথায় পেটের রেজাল্ট প্রকাশিত করল পর্ষদ। 


বর্তমান সময়ে দুর্নীতিতে ছেপে গেছে গোটা রাজ্য এর মাঝে ১১ই ডিসেম্বর প্রাইমারি টেটের পরীক্ষা হয়েছিল। তার ঠিক দু'মাস পর ১০-ই ফেব্রুয়ারি আজ প্রাইমারি টেটের ফলাফল প্রকাশিত হলো। প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে বিকেল তিনটের পর থেকে প্রাইমারি টেটের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। 

এই বছর প্রাইমারি টেট এর জন্য মোট পরীক্ষার্থী ছিল ৬ লক্ষ ৯০ হাজার ৯৩২ জন তার মধ্যে পরীক্ষা দেন ৬ লক্ষ ১৯ হাজার ২০০২ জন। রেজাল্ট অনুযায়ী মোট পাস করেছে ১ লক্ষ ৫০ হাজার ৪৯১ জন। মোট পরীক্ষার্থীর ২৪.৩১ শতাংশ পাশ করেছে। 
প্রাইমারি টেটের প্রথম দশমের মধ্যে রয়েছে ১৭৭ জন পরীক্ষার্থী। প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের ইনা সিং, তার প্রাপ্ত নম্বর ১৩৩, ১৫০ এর মধ্যে। দ্বিতীয় হয়েছেন চারজন তারা ১৩২ নম্বর পেয়েছেন, এরা হলেন হুগলির মৌসিনা কুন্ডু, পশ্চিম মেদিনীপুরের মেঘনা চক্রবর্তী ও দীপিকা রায়, পূর্ব বর্ধমানের অদিতি মজুমদার। তৃতীয় হয়েছেন চারজন তারা ১৩১ নম্বর পেয়েছেন, এরা হলেন উত্তর ২৪ পরগনার মেহেদী হাসান, পূর্ব মেদিনীপুরের বিকাশ ভক্ত, পশ্চিম মেদিনীপুরের মনামী অধিকারী ও বাঁকুড়ার প্রহ্লাদ মন্ডল।

http://wbbprimaryeducation.org/https://wbbpe.org/ এই দুটি ওয়েবসাইটে দেখা যাচ্ছে প্রাইমারি টেট এর রেজাল্ট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিয়ে দেখতে হবে। ওএমআর সিটের বার কোড নম্বর সহ ফলাফল দেখা যাচ্ছে। যদি ওএমআর শিটে কোন ভুল থেকে থাকে তাহলে পোস্ট পাবলিকেশন স্কুটিনি ও ভেরিফিকেশনেরও সুযোগ রয়েছে। 
আরো একটি খুশির সংবাদ হল পর্ষদ সভাপতি গৌতম পাল বলেছেন এবছরও টেট হবে। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form