ST, SC, OBC কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার সঠিক পদ্ধতি | WB Cast Certificate Download (PDF) Online

WB ST, SC, OBC Cast Certificate Download Process

SC/ST/OBC Cast Certificate Download in West Bengal


আপনি ST, SC, OBC কাস্ট সার্টিফিকেটের (cast certificate) জন্য অনলাইনে আবেদন করেছেন এবং কাস্ট সার্টিফিকেটের স্ট্যাটাস চেক (cast certificate status check) করে দেখেছেন কাস্ট সার্টিফিকেটটি এপ্রুভ হয়ে গেছে। এবার কিভাবে অনলাইনে বাড়িতে বসে এই ST, SC, OBC কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করবেন তা আমরা আজ সঠিক নিয়মটি দেখাবো। 

Table Of Content

ST, SC, OBC কাস্ট সার্টিফিকেট কি? (What is ST, SC, OBC Cast Certificate?)

কাস্ট সার্টিফিকেট হল একটি জাতিগত শংসাপত্র। যেটা প্রমাণ করে যে কোন ব্যক্তি সেই জাতির অন্তর্ভুক্ত কিনা। এই সার্টিফিকেটটি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুইভাবেই দিয়ে থাকেন। 
কাস্ট সার্টিফিকেট তিন ধরনের হয়ে থাকে ST, SC, OBC কাস্ট সার্টিফিকেট। OBC সার্টিফিকেটের মধ্যে আবার দুটি ভাগ রয়েছে OBC - A এবং OBC - B। 
 

কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Importance Documents Of Download ST, SC, OBC Cast Certificate)

১. আবেদন নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার (Application No/ Certificate No)
২. আবেদনকারীর নাম (Application Name)
৩. আবেদনকারীর জন্ম তারিখ (Date of Birth)

কাস্ট সার্টিফিকেট ডাউনলোড সঠিক পদ্ধতি (WB ST, SC, OBC Cast Certificate Download Complete Steps)

এখন আর বিডি অফিসে গিয়ে কাস্ট সার্টিফিকেট আনতে হবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে বেশ কতগুলি পদ্ধতি অনুসরণ করে কাস্ট সার্টিফিকেটটি ডাউনলোড করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের সঠিক পদ্ধতিগুলি নিচে দেওয়া হল: 
১. প্রথমে WB কাস্ট সার্টিফিকেট অফিসিয়াল ওয়েবসাইটে https://castcertificatewb.gov.in যেতে হবে।
২. ওয়েবসাইটটি খুললে ডাউনলোড সার্টিফিকেট (Download Certificate) অপশন টি ক্লিক করতে হবে। 
৩. পরবর্তী যে পেজটি খুলবে সেখানে আপনার সার্টিফিকেট নাম্বার, নাম এবং জন্মতারিখ বসাতে হবে।
৪. তারপর নিচের দিকে ডাউনলোড সার্টিফিকেট (Download Certificate) এই অপশনটিতে ক্লিক করতেই কাস্ট সার্টিফিকেটটি PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। 

কাস্ট সার্টিফিকেট ডাউনলোডের কিছু প্রশ্ন উত্তর - ST, SC, OBC Cast Certificate Download FAQs 

প্রশ্ন: কাস্ট সার্টিফিকেট কিভাবে ডাউনলোড করব? 
উত্তর: অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সার্টিফিকেট নাম্বার নাম এবং জন্ম তারিখ দিয়ে ডাউনলোড করতে হবে। 
প্রশ্ন: কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করার পর কি বিডিও অফিস যেতে হবে? 
উত্তর: না কাস্ট সার্টিফিকেটটি ডিজিটাল সাইন করা থাকবে। এটা সমস্ত কাজে লাগবে।





Post a Comment

Previous Post Next Post

Contact Form