বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা লিস্ট চেক করুন - West Bengal Old Age Pension list Check 2024


বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন? বার্ধক্য ভাতা পেয়ে থাকেন লিস্ট চেক করতে চাইছেন? আজকে আমরা আলোচনা করব, কিভাবে egramswaraj সাইট থেকে বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতার লিস্ট দেখতে হয় "West Bengal Old Age Pension list Check 2024"

 Table of Contents 

1. বার্ধক্য ভাতা কি? (What is old age pension?)
2. আবেদনকারীর যোগ্যতা বা Eligibility কি? (What is the eligibility criteria?)
3. বার্ধক্য ভাতা কিভাবে আবেদন করবেন ? (How to apply?)
4. বার্ধক্য ভাতা লিস্ট কিভাবে দেখবেন? (How to check old age pension list?)


1. বার্ধক্য ভাতা কি? (What is old age pension?)

সরকার ভারতীয় নাগরিকদের 60 বছরের উর্ধ্বে ভাতা হিসেবে যে টাকা প্রদান করেন তাকে বার্ধক্য ভাতা বা বয়স্কভাতা বলে। এই প্রকল্পটির মাধ্যমে অনেকেই উপকৃত হয়েছেন। 

2. আবেদনকারীর যোগ্যতা বা Eligibility কি? (What is the eligibility criteria?)

আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন এবং আপনার বয়স যদি 60 বছরে উর্ধ্বে হয় তাহলে এই ভাতার জন্য আবেদন করতে পারবেন। st,sc,obc সমস্ত ক্যাটাগরি আবেদন করতে পারবেন। শুধুমাত্র সরকারি কিংবা বেসরকারি পেনশনভোগীদার এই বার্ধক্য ভাতা আবেদন করতে পারবেন না।

3. বার্ধক্য ভাতা কিভাবে আবেদন করবেন ? (How to apply?)

ভারতীয় নাগরিক এবং আপনার বয়স 60 বছরের উর্ধ্বে তো আপনারা নিকটবর্তী বিডিও অফিস থেকে এই বার্ধক্য ভাতা ফরম টি পূরন করতে পারবেন। অথবা পঞ্চায়েতের  দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনি ফরমটি পূরণ করতে পারবেন। 

4. বার্ধক্য ভাতা লিস্ট কিভাবে দেখবেন? (How to check old age pension list 2024?)

বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন এবং বার্ধক্য ভাতা লিস্ট আপনার নাম আছে তা আজি চেক করুন। খুব সহজেই নিজেই জানতে পারবেন, অনুসরণ করুন step-by-step:- 

Step1:- প্রথমে আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজার এ যান এবং লিখুন egramswaraj দিয়ে সার্চ করুন। অথবা https://egramswaraj.gov.in। এই ওয়েবসাইট এ ক্লিক করুন। 

Step2:- তারপর ওয়েবসাইট টা খুললে রিপোর্ট সেখানে গিয়ে Beneficiary Report ক্লিক করুন। তারপর নতুন একটা পেজ খুলবে তারপর আমরা Panchayat Wise এ ক্লিক করুন। 
Step3:- তারপর Scheme Name এতে Indira Gandhi National Old Age Pension Scheme সিলেক্ট করুন। তারপর একে একে Plan Year এবং আপনাদের State Name, District Name, Block Name, And Gram Panchayat Name সিলেক্ট করুন। 
Step4:- তারপর সঠিক উপরের Captcha দিয়ে Get Report ক্লিক করলেই আপনাদের পঞ্চায়েত লিস্ট চলে আসবে। 
সেখানে আপনার নামটি চেক করুন। কিভাবে আপনি আপনার বার্ধক্য ভাতা লিস্টে নাম আছে দেখতে  পারবেন । 

বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা প্রকল্পের প্রশ্ন উত্তর (Frequently Asked Questions for West Bengal Old Age Pension list Check 2024) 

1. বার্ধক্য ভাতা কারা পাবেন? 
ভারতীয় বাসিন্দা এবং 60 বছরের উর্ধ্বে সমস্ত নাগরিক।
2. প্রতি মাসে কত টাকা করে পাবেন? 
প্রতি মাসে 1000 টাকা করে পাওয়া যাবে।
3. একজন ব্যক্তি কি একবারই আবেদন করতে পারবেন? 
হ্যাঁ, একজন একবারই আবেদন করতে পারবেন এবং প্রত্যেক মাসে টাকা পাবেন। 



Post a Comment

Previous Post Next Post

Contact Form