আপনারা ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক (Voter ID-Aadhaar Card link) করাতে চাইছেন?
এই ব্লগের দ্বারা আমরা আলোচনা করব কিভাবে খুব সহজেই আপনি মোবাইল এর মাধ্যমে আপনার ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক (Voter ID-Aadhaar Card link) করতে পারবেন।
ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক (Voter ID-Aadhaar Card link) করানো প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নির্বাচনী আইন (সংশোধন) বিলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার অনুমোদন দেওয়া হয়। লোকসভায় ধ্বনিভোটের মাধ্যমে ২০২১ সালের ডিসেম্বরে এটি পাশ হয়।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক কেন করা প্রয়োজন (Why is important Voter ID-Aadhaar Card link online?)
নির্বাচন কমিশন (Election Commission) জানিয়েছে যে,ভোটার আইডি কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকলে কোনও ব্যক্তি একাধিক নির্বাচনী এলাকায় বা একই নির্বাচনী এলাকায় একাধিকবার নাম রেজিস্ট্রেশন করলে, তা শনাক্তকরণে সহায়তা করবে।
ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার পদ্ধতি (Step to Voter ID and Aadhaar Card link online?)
যারা তাদের ভোটার কার্ড এবং আধার কার্ড লিঙ্ক (Voter ID-Aadhaar Card link) করতে চান তারা নীচের যে কোনও প্রক্রিয়ার মাধ্যমে তা করতে পারেন- জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ, এসএমএস বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে।
Voter Helpline App-এর মাধ্যমে সহজেই ভোটার আইডির সঙ্গে কীভাবে আধার লিঙ্ক করবেন তা আমরা আপনাকে জানাবো। এখন আপনি বাড়ি বসেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে পারবেন। দেখুন ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার স্টেপ বাই স্টেপ পদ্ধতি -
1. প্রথমে Google Play Store থেকে Voter Helpline নামের অ্যাপটি ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন।
7. তারপর Please enter your mobile number. লেখার নিচের বক্সে আপনার Mobile Number টি লিখুন এবং SEND OTP অপশনে ক্লিক করুন।
9. Do you already have Voter ID number? লেখা নতুন যে পেজটি আসবে, সেখানের প্রথম অপশন Yes, I have voter ID number সিলেক্ট করে Next অপশনে ক্লিক করুন।
10. এরপর যে নতুন পেজটি খুলবে তার প্রথম ফাঁকা বক্সে আপনার Voter ID number Enter করুন এবং তার নিচের বক্সে আপনার State সিলেক্ট করে Fetch details অপশনে ক্লিক করুন।
13. এবার একটি নতুন পেজ খুলবে। Aadhaar Details এর নীচের ফাঁকা box-এ আপনার Aadhaar Number লিখুন। তারপর Mobile Number এর ফাঁকা ঘরে Mobile Number লিখুন। Email ID যদি থাকে তা দিন। Place of Application এর ঘরে আপনার গ্রাম বা শহরের নাম লিখে দিন এবং Done অপশনে ক্লিক করুন।
14. নতুন যে পেজটি খুলবে সেখানে আপনার সব information দেখাবে। সব Check করুন এবং ঠিক থাকলে CONFIRM এ ক্লিক করুন।
আরও দেখুন ঃ পশ্চিমবঙ্গে বার্থ সার্টিফিকেট স্ট্যাটাস চেক | Birth Certificate Status Check West Bengal
15. সব ঠিক থাকলে আপনার Application Submit হয়ে যাবে। Your Application has been submitted successfully on date ..... your reference id is ... - এমন লেখা দেখাবে। ঐ reference id ভবিষ্যতের প্রয়োজনের জন্য নোট করে রাখুন।
Voter ID Card and Aadhaar Card link FAQ :
১) আধারের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করা কি বাধ্যতামূলক?
উঃ এখনও আধারের সঙ্গে ভোটার কার্ড সংযোগ বাধ্যতামূলক করা হয়নি।
২) ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে কত টাকা লাগে?
উঃ এতে কোন টাকা লাগে না।
৩) কিভাবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করবো?
উঃ জাতীয় ভোটার পরিষেবা পোর্টাল, ভোটার হেল্পলাইন অ্যাপ, এসএমএস বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে।
৪) শুধু কি অনলাইনে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যায়?
উঃ না, অনলাইন বা অফলাইন - দুই পদ্ধতিতেই ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা যায়।