PM Vishwakarma Yojana 2023 Online Apply | প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কিভাবে আবেদন করবেন ২০২৩ | Vishwakarma Prokolpo 2023


PM Vishwakarma Yojana(প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা যোজনাটি ( PM Vishwakarma Yojana 2023) ঘোষণা করেন। এই বিশ্বকর্মা প্রকল্পের মাধ্যমে দেশের সমস্ত কারিগরদের উন্নয়ন এবং ব্যবসা বৃদ্ধির জন্য সরকার আর্থিকভাবে সাহায্য করবে।
আজ আমরা আপনাদের দেখাবো (PM Vishwakarma Yojana 2023 online apply in Bengali) প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন পদ্ধতি এবং এর সুবিধা। এর ফলে আপনারা নিজেরাই পি এম বিশ্বকর্মা যোজনা জন্য আবেদন করতে পারবেন। 


PM Vishwakarma Yojana 2023 প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন,
"সরকার সিদ্ধান্ত নিয়েছে যে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনার মাধ্যমে সমস্ত কারিগরদের কাজের ট্রেনিং সহ ১৫ হাজার টাকা এবং কোনরকম গ্যারান্টি ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে।"

 

বিষয় সূচী

  1. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি? (What is PM Vishwakarma Yojana 2023?)
  2. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদনের যোগ্যতা (PM Vishwakarma Yojana 2023 Eligibility)
  3. পিএম বিশ্বকর্মা যোজনা কার আবেদন করতে পারবে (Beneficiary List of PM Vishwakarma Yojana 2023)
  4. পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents List of PM Vishwakarma Yojana 2023)
  5. পিএম বিশ্বকর্মা যোজনা সুবিধা (Benefits of PM Vishwakarma Yojana)
  6. প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইনে আবেদন ২০২৩ (PM Vishwakarma Yojana 2023 Online Application)
  7. পি এম বিশ্বকর্মা যোজনার কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট (Some Website Link of PM Vishwakarma Yojana)
  8. (FAQs of PM Vishwakarma Yojana) পিএম বিশ্বকর্মা যোজনা কিছু প্রশ্ন উত্তর 

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কি? (What is Pradhan Mantri Vishwakarma Yojana 2023?)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা হল একটি নতুন প্রকল্প জান নরেন্দ্র মোদী 17 ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর উপলক্ষে একটি চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে সমস্ত কারিগর এবং কারিগরিদের আর্থিক সহায়তা প্রদান করবে।
নরেন্দ্র মোদী আরো বলেন এই যোজনার উদ্দেশ্য হল ছোট ও মাঝারি বা কারিগরিদের উন্নতমানের ট্রেনিং দেওয়া এবং তাদের ব্যবসাকে আরও উন্নত করা। এই যোজনার জন্য সরকার ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে।
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা বা পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইটে (https://pmvishwakarma.gov.in/)।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা জন্য আবেদনের যোগ্যতা (PM Vishwakarma Yojana 2023 Eligibility)

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন আছে। প্রধানমন্ত্রী যোজনা আবেদনের পূর্বে এই যোগ্যতা গুলি একবার দেখে নিন: 
    ১. ভারতীয় নাগরিক হতে হবে।
    ২. বয়স 18 বছরের মধ্যে হতে হবে।
    ৩. যেকোনো প্রকার পারিবারিক ভিত্তি অনুযায়ী হাতের কাজ অর্থাৎ কোন রকম স্কিল থাকতে হবে। 
    ৪. সরকারি কর্মচারী হলে আবেদন করা যাবে না।

পিএম বিশ্বকর্মা যোজনা কার আবেদন করতে পারবে (Beneficiary List of PM Vishwakarma Yojana 2023)

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনা জন্য ১৪ টি ব্যবসার সাথে যুক্ত কারিগররা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। 

  1. ছুতার
  2. নৌকা নির্মাতারা
  3. আর্মারার্স
  4. কামাররা
  5. হাতুড়ি এবং টুল কিট নির্মাতারা
  6. লকস্মিথ
  7. স্বর্ণকার
  8. কুমোররা
  9. ভাস্কর, পাথর ভাঙা
  10. মুচি (জুতা/জুতা কারিগর)
  11. রাজমিস্ত্রি (রাজমিস্ত্রী)
  12. ঝুড়ি/মাদুর/ঝাড়ু প্রস্তুতকারক/কয়ার তাঁতি
  13. পুতুল এবং খেলনা নির্মাতা (ঐতিহ্যবাহী)
  14. নাপিত
  15. মালা নির্মাতারা
  16. ধোপা
  17. টেইলার্স
  18. ফিশিং নেট মেকার

পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents List of Pradhan Mantri Vishwakarma Yojana 2023)

পিএম বিশ্বকর্মা যোজনা এপ্লাই (PM Vishwakarma Yojana 2023) করার জন্য যে যে ডকুমেন্টসগুলো অবশ্যই কাছে রাখতে হবে তা হল: 
  • ভোটার কার্ড 
  • আধার কার্ড
  • রেশন কার্ড
  • ব্যাংকের পাস বুক বুক
  • আবেদনকারীর পাসপোর্ট ছবি
  • আবেদনকারী কাজের বিবরণ

পিএম বিশ্বকর্মা যোজনা সুবিধা (Benefits of PM Vishwakarma Yojana)

এই প্রকল্পের লক্ষ্য হলো কারিগর দের উন্নত সাধন করা। এক নজরে দেখে নিন প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা সুবিধা গুলি: 
  • আবেদনকারী কে বেসিক ট্রেনিং দেয়া হবে পাঁচ থেকে সাত দিনের এবং প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে।
  • যারা অ্যাডভান্স ট্রেনিং নিতে চান তাদের জন্য ১৫ দিনের ট্রেনিং হবে এবং প্রতিদিন ৫০০ টাকা করে দেওয়া হবে।
  • যন্ত্রাংশ কেনার জন্য আবেদনকারীকে টুল্কির ইনসেন্টিভ হিসাবে ১৫ হাজার টাকা দেওয়া হবে।
  • এছাড়াও কোনরকম অসুবিধা ছাড়াই ধাপে ধাপে লোন দেওয়া হবে প্রথমে ১ লাখ এবং পরে ২ লাখ পর্যন্ত ৫% সুদের হারে।

প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা অনলাইনে আবেদন ২০২৩ (PM Vishwakarma Yojana 2023 Online Application)

পিএম বিশ্বকর্মা যোজনা আবেদন কিভাবে করবেন তার নিচে আলোচনা করা হল:
১. প্রথমে পিএম বিশ্বকর্মা যোজনা আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে https://pmvishwakarma.gov.in/।
২. তারপর রেজিস্ট্রেশন বাটানে ক্লিক করে আধার কার্ড মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে।
৩. রেজিস্টার হয়ে গেলে আপনার সমস্ত তথ্য এবং ডকুমেন্টস আপলোড করতে হবে।
৪. এবং তারপর নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে সম্পূর্ণ আবেদন করতে হবে বায়োমেট্রিকের সাহায্যে।

পি এম বিশ্বকর্মা যোজনার কিছু গুরুত্বপূর্ণ ওয়েবসাইট (Some Website Link of PM Vishwakarma Yojana)

Yojana Name

PM Vishwakarma Yojana (প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা)

Age Limit

Minimum age 18 years

Official Website

https://pmvishwakarma.gov.in/

PM Vishwakarma Yojana Guideline 

Notification

Apply Started

17 September 2023

Last Date 

Nil




(FAQs of Pradhan Mantri Vishwakarma Yojana) পিএম বিশ্বকর্মা যোজনা কিছু প্রশ্ন উত্তর

প্রশ্ন: পিএম বিশ্বকর্মা যোজনা সুবিধা কি কি?
উত্তর: এই যোজনা সুবিধা গুলি হল আপনারা যন্ত্রাংশ কেনার জন্য সরকার থেকে ১৫ হাজার টাকা পাবেন এবং ৫% হারে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন পাবেন। 

প্রশ্ন: পিএম বিশ্বকর্মা যোজনা কিভাবে আবেদন করব?
উত্তর: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা আবেদন করতে হলে অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে করতে হবে অথবা কোন CSC সেন্টারে গিয়ে আবেদন করতে পারবেন।

প্রশ্ন: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা কবে চালু হলো?
উত্তর: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনাটি ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সালে চালু হয়েছিল।

Post a Comment

Previous Post Next Post

Contact Form