গরমের ছুটি কাটিয়ে ইতিমধ্যেই খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুলগুলি। 15 জন থেকে সমস্ত স্কুলের গঠন-পাঠ ন শুরু হচ্ছে। এই এতদিন ছুটির কারণে সিলেবাস শেষ করা হয়নি এই নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে একটা চিন্তার আভাস ফুটে উঠেছে।
এর মাঝেই আবার উচ্চশিক্ষা দপ্তর ঘোষণা করেছে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পরীক্ষার সময়সূচী। উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশে বলা হয়েছে রাজ্যে স্কুলগুলির পরীক্ষা আগস্টের ১ থেকে ৮ তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে। সিলেবাস শেষ হয়নি এই নিয়ে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা চিন্তায় রয়েছেন। সিলেবাস শেষ করার দায়িত্ব সম্পূর্ণ শিক্ষকদের উপর এসে পড়েছে। শিক্ষকরা কিছু অতিরিক্ত ক্লাস করিয়ে এই সিলেবাস শেষ করা পরিকল্পনা করছেন।
এর মাঝে আবার পঞ্চায়েত ভোট। তাই স্কুল গুলিকে ভোট কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য আবার কিছুদিন ছুটি থাকতে পারে। তাই পড়াশোনার ব্যাঘাত তো ঘটবে। এই নিয়ে চিন্তায় রয়েছেন অভিভাবকেরা। কি করে সিলেবাস শেষ হবে এবং আগস্টের মধ্যে কিভাবে পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা।