আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য হাতে আর মাত্র একদিন রয়েছে অর্থাৎ ১৪ ই জুন পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস ফ্রিতে আপডেট করতে পারবেন।
১৪ ই জুনের পর আপনারা আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন কিন্তু তার জন্য আপনাদের টাকা দিতে হবে।
আধার ডিপার্টমেন্টের অফিসিয়াল নোটিশ অনুযায়ী ১৫ই মার্চ থেকে ১৪ ই জুন পর্যন্ত ফ্রিতে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা যাবে।
কাদের করতে হবে আধারের ডকুমেন্ট আপডেট
যাদের আধার কার্ড ১০ বছরের পুরনো এবং এই ১০ বছরের কোন আপডেট করেননি। সেই সমস্ত আধার কার্ডধারী ব্যক্তিদের নাম, বয়স এবং ঠিকানার ভেরিফাই করে প্রয়োজনীয় ডকুমেন্টস আপডেট করতে হবে।
আধার আপডেটের জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন
আধার আপডেটের জন্য নিম্নলিখিত যেকোনো দুটি ডকুমেন্ট আপলোড করলেই হয়ে যাবে।
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- ইলেকট্রিক বিল
- রেশন কার্ড
- ম্যারেজ সার্টিফিকেট
আধার কার্ডের ডকুমেন্টস আপডেট কিভাবে করবেন
আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে হলে প্রথমে আপনাদের অফিসিয়াল আধার ওয়েবসাইটে যেতে হবে। অথবা নিচে আমাদের লিংকে ক্লিক করে আধার আপডেট কিভাবে করতে হয় সম্পূর্ণ প্রসেসটি দেখতে পাবেন।
দেখুন Click করে
আরো এরকম তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করুন।
Join Our WhatsApp Group Join Now