১৪ ই জুনের মধ্যে আপনারা ফ্রিতে অনলাইনে খুব সহজেই আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করতে পারবেন।
আধার আপডেট করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস
আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার জন্য যেগুলি আপনার সাথে নিয়ে রাখতে হবে সেগুলি হল:-
- ভোটার কার্ড
- প্যান কার্ড
- রেশন কার্ড
- আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরটি কাছে রাখতে হবে।
আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করার পদ্ধতি (Aadhaar Card Documents Updated Step by Step process)
আধার কার্ডে ডকুমেন্টস আপডেট দুই ভাবে করতে পারেন। এক আধার সেন্টারে গিয়ে ডকুমেন্টস আপডেট করতে পারেন।
দ্বিতীয়ত অনলাইনে, আধার কার্ডে আপনার মোবাইল নাম্বার লিঙ্ক থাকলে আপনারা অনলাইনে আপডেট করতে পারবেন।
দেখুন অনলাইনে আধার কার্ড আপডেট করার পদ্ধতি।
- আপনার ফোন থেকে অফিসিয়াল ওয়েবসাইটটি https://myaadhaar.uidai.gov.in/ খুলতে হবে।
- তারপর আপনার আধার নাম্বার দিয়ে এবং ক্যাপচা বসিয়ে Login করতে হবে।
- Login হয়ে গেলে নিচের দিকে ডকুমেন্টস আপডেটের অপশনে ক্লিক করতে হবে।
- তারপর নেক্সট নেক্সট করে দুবার ক্লিক করতে হবে।
- এরপর আপনার নাম, ঠিকানা ও ডেট অফ বার্থ এই তিনটে ভালো করে মিলিয়ে দেখে নেবেন।
- তারপর নেক্সট বাটন ক্লিক করে আপনাদের দুটি ডকুমেন্টস আপলোড করতে হবে।
- এখানে আপনারা যে কোন দুটি ডকুমেন্টস কিংবা ভোটার কার্ডে দুবার আপলোড করতে পারেন।
- শেষে আপনাদের সাবমিট বাটনে ক্লিক করলেই ডকুমেন্টস আপডেট সাকসেসফুলি সাবমিট হবে।
এইভাবে আপনি আপনার কিংবা আপনার ফ্যামিলি মেম্বারদের ডকুমেন্টস খুব সহজে বাড়িতে বসে আপডেট করতে পারবেন।
আরো এরকম তথ্য পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটি জয়েন করুন।
Join Our WhatsApp Group Join Now
আধার কার্ডের ডকুমেন্টস আপডেটের কিছু প্রশ্ন উত্তর ( FAQs Of Aadhaar Card Documents Updated)
প্রশ্ন: আধার কার্ডে কাদের ডকুমেন্টস আপডেট করতে হবে?
উত্তর: যাদের ১০ বছরের পুরনো আধার কার্ড এবং এই দশ বছরের মধ্যে কখনো আপডেট করা হয়নি তাদের ডকুমেন্টস আপডেট করতে হবে।
প্রশ্ন: কতদিন আধার কার্ডে ডকুমেন্টস আপডেট বিনামূল্যে হবে?
উত্তর: ১৪ ই জুন পর্যন্ত আধার কার্ডের ডকুমেন্টস আপডেট ফ্রিতে হবে। এরপর আপডেট করতে গেলে টাকা পেমেন্ট করতে হবে
Tags
Aadhaar Card