জেনে নিন কতদিন বাড়লো প্যান-আধার লিংকের সময়সীমা


Pan Aadhaar Link Date Extended: প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করাতে সাধারন মানুষের মাঝে অবস্থা হয়ে গিয়েছে। প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করলে প্যান নাম্বারটি বাতিল হয়ে যাবে। আর এই লিংক করার শেষ তারিখ ছিল ৩১ শে মার্চ ২০২৩। অনেক সাধারণ মানুষের এখনো এই লিংক করাতে পারেননি। তাই আবার ও সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক করার লাস্ট ডেট ৩১ শে মার্চ পরিবর্তে ৩০ শে জুন ২০২৩ অবদি বাড়িয়ে দিলেন। তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বলেছেন "করদাতাদের আরো কিছু সময় দেওয়ার জন্য প্যান ও আধার লিঙ্ক করার তারিখ ৩০ শে জুন ২০২৩ পর্যন্ত বাড়ানো হয়েছে। কোন সমস্যা ছাড়াই এর মধ্যে আধার ও প্যানের লিঙ্ক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।"


প্যান অধার লিঙ্কের কিছু প্রশ্ন উত্তর (FAQs of Pan Aadhaar Link )

প্রশ্ন: এখনো কি ১০০০ টাকা দিয়ে লিঙ্ক করাতে হবে?
উত্তর: হ্যাঁ, এখনো হাজার টাকা পেমেন্ট করে লিংক করাতে হবে।  


প্রশ্ন: প্যান আধারের লিংক না করালে কি অসুবিধা হবে? 
উত্তর: প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিংক না করালে আপনার বৈধ প্যান নাম্বারটি বাতিল হবে। আরও প্যান কার্ডের যে সুবিধা গুলি আপনি পাবেন না।

Post a Comment

Previous Post Next Post

Contact Form