পশ্চিমবঙ্গের প্রাইমারির টেট(Primary TET 2022) চাকরি প্রার্থীদের জন্য সুখবর । 28 শে নভেম্বর তারিখ থেকে প্রাইমারির অফিশিয়াল ওয়েবসাইটে West Bengal Primary TET Admit Card 2022 Download শুরু হয়েছে । প্রাইমারি টেট চাকরি প্রার্থীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
WB TET Admit Card 2022 Release Date
প্রাইমারি টেট এর অফিশিয়াল ওয়েবসাইটে 28 নভেম্বর তারিখে এডমিট কার্ড ডাউনলোড(Primary TET Admit Card 2022 Download) শুরু হয়েছে । প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা তাদের detailsদিয়ে প্রাইমারি টেট এর এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন । এই এডমিট কার্ড এর মধ্যে তাদের নাম এবং এক্সামের সেন্টার, সময় এবং ডেট জানতে পারবেন ।
How to Download WB Primary TET Admit Card 2022?
11 ই ডিসেম্বর প্রাইমারি টেট এক্সাম Primary TET Exam 2022 হবে । নিচের পদ্ধতি অনুসরণ করে প্রাইমারি টেট চাকরিপ্রার্থীরা নিজেরাই নিজেদের মোবাইল কিংবা কম্পিউটার থেকে খুব সহজে এডমিট কার্ড ডাউনলোড(Primary TET Admit Card 2022 Download) করতে পারবেন ।
Step-> ১. নিজের ফোন থেকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে নিতে হবে। https://www.wbbpeonline.com/
Step-> ২. তারপর টিচার এলিজিবিলিটি টেস্ট Teacher Eligibility Test 2022 (TET-2022) এই লিংকটি রুপোর ক্লিক করতে হবে।
Step-> ৩. তারপর নতুন পেজটি ওপেন হলে প্রিন্ট অথবা ডাউনলোড এডমিট কার্ড Print/ Download Admit Card এটির উপর ক্লিক করতে হবে।
Step-> ৪. তারপর নতুন পেজটি ওপেন হবে সেখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার(Registration No.) এবং আপনার জন্ম তারিখ(DOB.) দিয়ে Print Admit Card অপশনটিতে ক্লিক করলেই আপনার এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
WB TET Admit Card 2022 Direct Download Link
নিচে লিংক দেওয়া থাকল ডাইরেক্ট ডাউনলোড এডমিট কার্ড 2020(Primary TET Admit Card 2022 Direct Download) । প্রাইমারি টেটের প্রার্থীরা খুব সহজেই ডাইরেক্টলি তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। নিচের লিংকে ক্লিক করলে তাদের এডমিট কার্ড ডাউনলোড পেজ খুলে যাবে সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এডমিট কার্ড প্রিন্ট করলে তাদের এডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে।
WB TET Admit Card 2022: FAQs
প্রশ্নঃ প্রাইমারি টেট এডমিট কার্ড কবে থেকে ডাউনলোড(Primary TET Admit Card 2022 Download) করা যাবে?
উত্তরঃ 28 শে নভেম্বর থেকে প্রাইমারি বোর্ড এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
প্রশ্নঃ প্রাইমারি টেট এক্সাম(Primary TET Exam 2022) কবে হবে?
উত্তরঃ 11 ই ডিসেম্বর প্রাইমারি টেট এক্সাম হবে।