WB School: সময় মেনে যেতে হবে স্কুল! রাজ্যের শিক্ষকদের একগুচ্ছ নতুন নির্দেশিকা

 

Follow on: Google News

পশ্চিমবঙ্গে স্কুল শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য শিক্ষা দপ্তরের তরফে আবার জারী হল একগুচ্ছ কড়া নির্দেশিকা। পুরানো আচরণবিধির সঙ্গে এবার আরও বেশ কয়েকটি নিয়ম সংযোজন করা হয়েছে। 

স্কুল শিক্ষা দপ্তরে মাঝেমাঝেই শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল আসক্তি নিয়ে  বেশ কিছু অভিযোগ জমা পড়ে। দীর্ঘদিনের এইসমস্ত অভিযোগের ভিত্তিতেই স্কুল শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। 

এবার থেকে সকাল ১০টা ৫০ মিনিটের পর বিদ্যালয়ে এলে অর্ধদিবসের বেতন পাবেন ঐ সংশ্লিষ্ট শিক্ষক বা শিক্ষিকা। সকাল ১১টা ০৫ মিনিটের পর স্কুলে এলে অনুপস্থিত বলে গণ্য করা হবে।  নতুন আচরণবিধি কার্যকর করতে হবে প্রতিটি সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিকে। 

একনজরে দেখে নিন WB School: সময় মেনে যেতে হবে স্কুল! রাজ্যের শিক্ষকদের একগুচ্ছ নতুন নির্দেশিকা গুরুত্বপূর্ণ নির্দেশিকা: 

১) সকাল ১০:৪০ থেকে ১০:৫০ মিনিটের মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলে আসতে হবে। সকাল ১০:৫০-এর পরে এলে ‘হাফ ডে’। সকাল ১১:০৫ মিনিটের পরে এলে অনুপস্থিত বলে গণ্য করা হবে। কেউ বিকাল ৪:৩০ মিনিটের আগে স্কুল থেকে বেরতে পারবেন না। 

২) কোন ছাত্রছাত্রীদের ওপর শারীরিক বা মানসিক নির্যাতন কোনওভাবেই করা যাবে না। 

৩) শিক্ষক-শিক্ষাকর্মীদের সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবসের মত পালনীয় দিবসগুলিতে উপস্থিত থাকা আবশ্যক। 

৪) স্কুলের মধ্যে পড়ুয়াদের মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 

৫) শিক্ষকরা ক্লাসে মোবাইল বা হেডফোন বা ব্লুটুথ ব্যবহার করতে পারবেন না। 

৫) ষষ্ঠ থেকে দশম শ্রেণীর তৃতীয় সামেটিভ পরীক্ষা শেষেও ক্লাস নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 

৬) শিক্ষক-শিক্ষাকর্মীরা টাকা ধার দেওয়া বা কোনও ব্যবসার সঙ্গে বা টিউশনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। 

৭) স্কুল ক্যাম্পাসকে মাদক মুক্ত রাখতে হবে। স্কুলের মধ্যে এবং স্কুলের ২০০মিটারের মধ্যে ধূমপান, গুটখা এবং পান খাওয়া এবং বিক্রি নিষিদ্ধ।

আরও দেখুন : পশ্চিমবঙ্গে অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক

Post a Comment

Previous Post Next Post

Contact Form