পশ্চিমবঙ্গে অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট স্ট্যাটাস চেক | Online SC/ST/OBC Certificate Status Check in West Bengal

Online SC/ST/OBC Certificate Status Check in West Bengal

আপনি কি জাতিগত ভাবে পশ্চিমবঙ্গের তফসিলি জাতি (SC), তফসিলি উপজাতি (ST) কিংবা  অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) -র অন্তর্গত? তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা  অন্যান্য অনগ্রসর শ্রেণি (SC/ST/OBC Certificate) -র সার্টিফিকেটের জন্য আবেদন করেছেন। এবার পশ্চিমবঙ্গে বাড়িতে বসেই অনলাইনে SC/ST/OBC কাস্ট সার্টিফিকেটের আবেদন পত্রের স্ট্যাটাস চেক (sc/st/obc certificate status check) বা যাচাই করতে পারবেন।

Join Our WhatsApp Group Join Now

অনলাইনে কাস্ট সার্টিফিকেট আবেদনের স্টেটাস চেক করার পদ্ধতি (How to check the status of cast certificate application online?)ঃ


পশ্চিমবঙ্গে SC/ST/OBC জাতিগত শংসাপত্রের আবেদনের স্টেটাস যাচাই করতে নিন্মের  ধাপগুলি অনুসরণ করতে হবে।


1. প্রথমে পশ্চিমবঙ্গের জাতিগত শংসাপত্রের অফিসিয়াল ওয়েবসাইট (https://castcertificatewb.gov.in)-এ যান।

2. ঐ ওয়েবসাইটের হোমপেজে, "Application Status” অপশনটিতে Click করুন। এরপর
একটি নতুন পেজ খুলে যাবে।

3. নতুন পেজটিতে আপনার SC/ST/OBC আবেদনপত্রের নম্বরটি Enter করুন।

4. এরপর “Search” এ Click করলে একটি নতুন পেজ খুলে যাবে।

5. পরিশেষে এবার আপনার কাস্ট সার্টিফিকেটের আবেদনের স্টেটাস স্ক্রিনে চলে আসবে।


অনলাইনে কাস্ট সার্টিফিকেট আবেদনের স্টেটাস চেক করার প্রয়োজনীয় নথি (Documents required to check the status of cast certificate application online)ঃ


পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট https:// castcertificatewb.gov.in -এর মাধ্যমে অনলাইনে আপনার SC/ST/OBC জাতিগত শংসাপত্রের স্টেটাস চেক বা  যাচাই করার জন্য আবেদনপত্রের নম্বরটি প্রয়োজন।
আরও দেখুন: কীভাবে SBI WhatsApp Banking পরিষেবার ব্যবহার করবেন - SBI WhatsApp Banking Services

পশ্চিমবঙ্গের কাস্ট সার্টিফিকেটের স্টেটাস চেক সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী (Frequently Asked Questions about West Bengal SC/ST/OBC Caste Certificate Status Check)ঃ


1. কাস্ট সার্টিফিকেট আবেদনের স্টেটাস কতদিন পর থেকে দেখা যায়? 

সফলভাবে SC/ST/OBC জাতিগত শংসাপত্রের আবেদন করার পর থেকেই স্টেটাস যাচাই করতে পারেন।




Post a Comment

Previous Post Next Post

Contact Form