![]() |
Picture: Hashtag Bangla |
বয়স্ক ভাতার আবেদন পদ্ধতি, বার্ধক্য ভাতার আবেদন পদ্ধতি এবং বিধবা ভাতার আবেদন পদ্ধতি - Old Age Pension Apply Process in Bengali, Bidhoba Bhata Apply Process in Bengali and Widow Pension Apply Process in Bengali
বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা (Old Age Pension, Bidhoba Bhata / Widow Pension) হল পশ্চিমবঙ্গ সরকারের মহিলা, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের এক সমাজকল্যাণকর পেনশন প্রকল্প। এই পেনশন প্রকল্পটি জাতি নির্বিশেষে রাজ্যের সমস্ত বিধবাদের জন্য প্রযোজ্য।
Table of Contents
1. বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কি? (What is old age pension?)
2. বিধবা ভাতা কি? (What is Bidhoba Bhata pension?)
3. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply old age pension or Bidhoba Bhata and Widow Pension ?)
4. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার অনলাইন আবেদন পদ্ধতি ( Online apply for old age pension or Bidhoba Bhata and Widow Pension )
5. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার অফলাইন আবেদন পদ্ধতি (Offline apply for old age pension or Bidhoba Bhata and Widow Pension)
6. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস (Documents list for old age pension or Bidhoba Bhata and Widow Pension)
7. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার সুযোগ সুবিধা (Benefit of old age pension or Bidhoba Bhata and Widow Pension)
আসুন দেখে নিন যে সহজেই আপনি কিভাবে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা (Old Age Pension) কিংবা বিধবা ভাতার (Widow Pension) আবেদন করবেন।
1. বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কি? (What is old age pension?)
যদি আবেদনকারী/আবেদনকারীনীর বয়স ৬০ বছর বা তার অধিক হয়ে থাকে তবে তিনি বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার (Old Age Pension) জন্য আবেদন করতে পারবেন।
2. বিধবা ভাতা কি? (What is Bidhoba Bhata pension?)
সমস্ত বিধবা মহিলাদের আর্থিক সাহায্য করবার উদ্দেশ্যে বিধবা ভাতা (Bidhoba Bhata / Widow Pension) প্রকল্পটির সূচনা হয়। সকল বিধবা মহিলারা অনলাইন কিংবা অফলাইনে এর জন্য আবেদন করতে পারেন। এর জন্য আবেদন করতে গেলে অবশ্যই আবেদনকারীনীর স্বামীর মৃত্যুর সার্টিফিকেট এবং নিজের একটি ব্যাংক একাউন্ট অবশ্যই থাকতে হবে।
3. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply old age pension or Bidhoba Bhata and Widow Pension ?)
অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতার (Old Age Pension, Bidhoba Bhata / Widow Pension) জন্য আবেদন করতে পারবেন।
4. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার অনলাইন আবেদন পদ্ধতি: ( Online apply for old age pension or Bidhoba Bhata and Widow Pension )
- অনলাইনে আবেদনের জন্য প্রথমে https://web.umang.gov.in/ এই ওয়েব সাইটটি খুলতে হবে।
- এরপর রেজিস্ট্রার অপশন এ ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং MPIN সেট করতে হবে।
- এরপর সার্চ বারে NSAP লিখে সার্চ করলে NSAP Apply Online নামক যে অপশনটি আসে তাতে ক্লিক করতে হবে।
- এবার অনলাইন আবেদন ফরম টি আসবে। তারপর আপনি কোন ভাতার জন্য আবেদন করতে চান তা পছন্দ করুন।
- এরপর সমস্ত ঘরগুলো পূরণ করে আবেদনকারী/ কারীনির আধার নম্বর বসিয়ে সাবমিট করুন।
- পরিশেষে মোবাইল নম্বরে আসা ওটিপি-টি (OTP) সাবমিট করলেই আবেদন সম্পূর্ণ হবে এবং একটি আবেদনপত্রের নম্বর Application No. পাবেন যার সাহায্যে পরে আপনি আপনার Old Age Pension, Bidhoba Bhata / Widow Pension আবেদনপত্রের স্ট্যাটাস চেক করতে পারবেন।
5. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার অফলাইন আবেদন পদ্ধতি: (Offline apply for old age pension or Bidhoba Bhata and Widow Pension)
পশ্চিমবঙ্গ সরকারের যেকোনো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা (Old Age Pension, Bidhoba Bhata / Widow Pension) -র জন্য আবেদন করতে পারবেন। এ ছাড়াও স্থানীয় পঞ্চায়েত ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটির অফিসে গিয়ে ফরম সংগ্রহ করে তা পূরন করে সেখানেই জমা করতে পারবেন। আবার আপনি অনলাইন ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে উপরে দুয়ারে সরকার ক্যাম্পে বা উল্লেখিত অফিসে জমা করতে পারেন।
আরও দেখুনঃ বার্ধক্য ভাতা অথবা বয়স্ক ভাতা লিস্ট চেক করুন
6. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস: (Documents list for old age pension or Bidhoba Bhata and Widow Pension)
১) আধার কার্ড
২) ব্যাঙ্ক পাশ বই
৩) রেশন কার্ড
৪) ইনকাম সার্টিফিকেট
৫) ভোটার কার্ড
৬) স্বামীর মৃত্যু সার্টিফিকেট(বিধবা)
৭) প্রতিবন্ধী সার্টিফিকেট
৮) স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট
(সমস্ত জেরক্সে Self Attested করতে হবে। )
7. বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার সুযোগ সুবিধা: (Benefit of old age pension or Bidhoba Bhata and Widow Pension)
আবেদনপত্র সফলভাবে গৃহীত হলে পশ্চিমবঙ্গ সরকারের মহিলা, শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দপ্তরের তরফ থেকে মাসিক ১০০০ টাকার আর্থিক সহায়তা পাবেন।
ফর্ম ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুনঃ
বয়স্ক ভাতা ফরম/বার্ধক্য ভাতা ফরম/বৃদ্ধ ভাতা ফরম পশ্চিমবঙ্গ (Old Age Pension Application Form Pdf West Bengal): Click Here
বিধবা ভাতা আবেদন ফরম পশ্চিমবঙ্গ (Widow Pension Application Form Pdf Download West Bengal) : Click Here
Old Age Pension, Bidhoba Bhata / Widow Pension FAQ:
• বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতা কি প্রতি মাসে দেওয়া হয়?
হ্যাঁ, প্রতিমাসে 1000 টাকা করে দেওয়া হয়।
• ভাতার অর্থ কিভাবে প্রদান করা হয়?
বয়স্ক ভাতা/ বার্ধক্য ভাতা/ বিধবা ভাতার অর্থ সরাসরি আবেদনকারীর ব্যাংক একাউন্টে প্রদান করা হয়।