প্রধানমন্ত্রী PM Kisan eKYC বাধ্যতামূলক - PM Kisan eKYC Online Process

PM Kisan ekyc , Pm Kisan e-Kyc , pm Kisan Aadhar Card link , pm Kisan verification , pm Kisan Aadhar verification , pm Kisan Aadhar link , pm kisan status check 

 PM Kisan কি? (What Is PM Kisan?)

সারাদেশে সমস্ত কৃষকদের জন্য 1 February 2019 সালে একটি প্রকল্প চালু করা হয়েছিল যা আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা। 

PM Kisan এর গুরুত্ব (Why pm kisan ekyc is important)

এই প্রকল্পটিতে সারাদেশের সমস্ত কৃষক, যাদের 2 হেক্টর জমি আছে তাদের এই স্কিমের অধীনে প্রতিবছর তিনটি কিস্তিতে 2000 টাকা দেওয়া হয় ।এখনো পর্যন্ত এই প্রকল্পের অধীনে কৃষকরা দশটি কিস্তি পেয়েছেন ।
বর্তমানে কৃষকের টাকা পাওয়ার জন্য ই-কেওয়াইসি বাধ্যতামূলক করে দিয়েছে ভারতীয় কৃষি দপ্তর।

PM Kisan ই-কেওয়াইসি 2022 এর জন্য ডকুমেন্ট কি কি লাগবে? (Documents needed for PM Kisan eKYC)

যদি আপনি ই-কেওয়াইসি(online portal) করতে চান তাহলে আপনাকে নিম্নলিখিত তথ্য গুলি আপনার আছে কিনা দেখে নিতে পারেন।
১. আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার যুক্ত থাকা অবশ্যই প্রয়োজন যদি না যুক্ত থাকে তাহলে যেকোনো পোস্ট অফিসে গিয়ে যুক্ত করতে পারেন।
২. ফোন নাম্বার যুক্ত করার সময় অবশ্যই ফোন কাছে রাখবেন ওটিপি পাওয়ার জন্য
৩. ই কেওয়াইসি করার সময় আধার কার্ড পাশে রাখবেন।

PM Kisan ই কেওয়াইসি কিভাবে করবেন? (How to Update PM Kisan eKYC?)

১. pm-kisan এ দুইভাবে করা যায়,প্রথমত নিজের মোবাইল দিয়ে -- বাড়িতে বসে যদি আপনি আধার কার্ডের সাথে ফোন নম্বর যুক্ত থাকে তাহলে করতে পারেন।
২. দ্বিতীয়ত সিএসসি (cafe) যেকোনো সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে করাতে পারেন যদি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকে ।


যদি আপনি স্মার্টফোনের সাহায্য করতে চান তাহলে 

১. যেকোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বারে গিয়ে টাইপ করুন pm-kisan ই-কেওয়াইসি, এবং সার্চ বাটনে ক্লিক করে সার্চ করতে থাকুন। আপনার সামনে সার্চ রেজাল্টের প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এবং দেখে নেবেন https://pmkisan.gov.in/  অফিশিয়াল ওয়েবসাইট কিনা।
২. নতুন পেজ ওপেন হলে আধার নাম্বার ও ইমেজ ক্যাপচার বসিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন।
আধার নম্বর টি ভেরিফাই হলে পাশে থাকা ফাঁকা বক্সটি ওপেন হবে এবং আধার কার্ডের সঙ্গে লিংক থাকা ফোন নম্বরটি বসিয়ে গেট ওটিপি ক্লিক করুন।
আধার লিঙ্ক থাকা ফোন নাম্বারে ওটিপি এলে ওই নাম্বারটা ফাকা বক্সে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক দেবেন
৩. ই কেওয়াইসি হয়ে গেলে আপনার মোবাইল স্ক্রিনে পপ আপ মেসেজ ই-কেওয়াইসি সাকসেসফুল আসবে।

এইভাবে আপনি পিএম কিষান সম্মান নিধি যোজনা ই-কেওয়াইসি করতে পারেন। ৩১ মে ২০২২ এরমধ্যে ই কেওয়াইসি না করলে আপনার যোজনা এ টাকা আসা বন্ধ হবে। 

Post a Comment

Previous Post Next Post

Contact Form