দ্রুত সরকারি কর্মচারীদের DA দিতে হবে রাজ্যেকে : কলকাতা হাইকোর্ট

 

দ্রুত সরকারি কর্মচারীদের DA দিতে হবে রাজ্যেকে

কেন্দ্রীয় হারেই সরকারি কর্মচারীদের DA দিতে হবে, জানালো কলকাতা হাইকোর্ট। হাইকোর্ট এও জানিয়েছে, বকেয়া DA ৩ মাসের মধ্যে মেটাতে হবে রাজ্যকে। এদিন বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই মামলায় রায়দান করেন। 


শুক্রবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে, বিলাসবহুলতা নয়, DA জীবনের জন্য জরুরি বিষয়। DA সরকারি কর্মীদের মৌলিক অধিকার।অল ইন্ডিয়া ইনডেক্স অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারকে DA দিতে হবে। 


স্বভাবতই কলকাতা হাইকোর্টের এই রায়ে খুশি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। মামলাকারীদের পক্ষ থেকে মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, এই জয় সমস্ত সরকারি কর্মীদের। সমস্ত সরকারি কর্মীরা নির্দিষ্ট হারে DA পাবেন, এই রায়ে আমরা অত্যন্ত খুশি। 


এদিন বামফ্রন্ট নেতা সুজন চক্রবর্তী বলেছেন, "MLA, MP-দের বেতন বাড়বে আর সরকারি কর্মীরা DA পাবে না! আদালতের এই রায়কে স্বাগত জানাই।" অপরদিকে বিজেপি নেতা  শমীক ভট্টাচার্য আদালতের এই রায় প্রসঙ্গে বলেছেন, "ক্লাবগুলিকে অনুদান দেওয়া হচ্ছে। একটা অনুদান নির্ভর সরকার চালানো হচ্ছে। কিন্তু, মানুষকে তাঁর প্রাপ্ত অর্থ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই এই রায় দ্রুত কার্যকরী হোক।" 

Post a Comment

Previous Post Next Post

Contact Form