West Bengal উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি | West Bengal Higher Secondary Examination Routine 2022 | WB H.S. Routine 2022
অবশেষে ঘোষণা করা হল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি। এই নিয়ে দ্বিতীয়বার সংশোধিত হচ্ছে এবছরের উচ্চ মাধ্যমিকের সূচি (Schedule of Higher Secondary Examination 2022)। অনেকগুলি দিনের পরীক্ষার সূচির হেরফের করা হয়েছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি পরিবর্তিত হওয়ার কারন হল আসন্ন সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা (JEE MAIN) এবং রাজ্যের উপ-নির্বাচন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, করোনার কারনে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। এবার অবশ্য অফলাইন পরীক্ষা হচ্ছে এবং পরীক্ষা হবে হোম সেন্টারেই অর্থাৎ নিজেদের স্কুলেই পরীক্ষা দেবেন এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবছর ৭ লাখ ৩৯ হাজার ৫৮৮ জন পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা(Higher Secondary Examination 2022) দেবেন। ২রা এপ্রিল ২০২২ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং শেষ হবে ২৭শে এপ্রিল।
দেখে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার নতুন সূচি ( New Schedule of Higher Secondary Examination 2022 ):
২ এপ্রিল - প্রথম ভাষা।
৪ এপ্রিল - দ্বিতীয় ভাষা।
৫ এপ্রিল - ভোকেশনাল বিষয়।
১৬ এপ্রিল - অঙ্ক।
১৮ এপ্রিল - ইকোনকিমস।
১৯ এপ্রিল - কম্পিউটার সায়েন্স।
২০ এপ্রিল - কর্মাশিয়াল ল।
২২ এপ্রিল - ফিজিক্স।
২৩ এপ্রিল - স্ট্যাটিসটিক্স।
২৬ এপ্রিল - কেমিস্ট্রি।
২৭ এপ্রিল - বায়োলজিকাল সায়েন্স।
Thanks
ReplyDelete