প্রকাশ্যে ধূমপান করলে এবার হবে জরিমানা - Hashtag Bangla


ব্যারাকপুরের প্রকাশ্য রাস্তায় সিগারেট টানলে এবার ২০০ টাকা জরিমানা গুনতে হবে। স্কুল–কলেজের ১০০ মিটারের মধ্যে তামাকজাত বা নেশার দ্রব্যও বিক্রি করা যাবে না। এজন্য কড়া পদক্ষেপ গ্রহন করল ব্যারাকপুর পুলিশ। পুলিশ কমিশনারেটের ১৪টি থানা এলাকায় ২৫ জুলাই থেকে এই নিয়ম চালু হল।

ব্যারাকপুরকে তামাকবর্জিত শহর হিসেবে গড়ে তুলতে চায় পুলিশ। চালু করল সিওটিপিএ (‌সিগারেট অ্যান্ড আদার টোব্যাকো প্রোডিউস অ্যাক্ট)‌‌। এই আইনানুযায়ী, ২০০৩ সালে পশ্চিমবঙ্গের সমস্ত জনবহুল এলাকায় প্রকাশ্যে সিগারেট টানা নিষিদ্ধ হয়। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, ১৮ বছরের কমবয়সিদের কাছে তা বিক্রয়ও নিষিদ্ধ। যদিও প্রশাসনের ঢিলেমিতে এই আইন সব জায়গায় মানা হয়নি। অমান্যকারীদের সেভাবে শাস্তিও দেওয়া হয়নি। এবার প্রকাশ্যে ধূমপান রুখতে নড়েচড়ে বসল ব্যারাকপুর পুলিশ প্রশাসন।

বিভিন্ন স্কুল, কলেজে গিয়ে সচেতন করেছে পুলিশ। স্কুল, কলেজের আশপাশে দোকানিদের মাইকে তামাকজাত দ্রব্য বিক্রয় নিষেধ করেছে। তার পরেও কেউ আইন না মানলে ২০০ টাকা জরিমানা। ব্যারাকপুর পুলিশ কমিশনারেট রাজেশ কুমার সিং বলেন, ধূমপান সমাজে ক্যানসারের মতো ছড়াচ্ছে। মূলত যুবসমাজরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আটকাতেই এই কড়া পদক্ষেপ গ্রহন করা হল।

Post a Comment

Previous Post Next Post

Contact Form